প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম
৪৫ বছর পর ম্যানইউর বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল টটেনহ্যাম
কীসের যেন একটা ঘাটতি। যদিও মহারণ শুরুর আগেই সম্ভাব্য সে ক্ষত আঁচ করতে পেরেছিলেন ইউনাইটেড সমর্থকরা। ব্রুনো ফার্নান্দেজ ও রাসমুস হয়ুলনদেরও বুঝতে লাগল না বেশিক্ষণ। ম্যাচঘড়ির মাত্র ১৩ মিনিটে গোল হজম করেন ওল্ড ট্রাফোর্ডের যোদ্ধারা। আমাদ দিয়ালোর অনুপস্থিতির রাতে প্রিমিয়ার লিগে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছেন তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেড ডেভিলসদের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহ্যাম হটস্পার। ৪৫ বছর পর ম্যানইউর বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি।
গত ডিসেম্বরে এএফএলে গোলবন্যা বইয়ে দিয়েছিল দুই দল। টটেনহ্যামের ঘরের মাঠে সেদিন ৭ গোল হয়েছিল। ১টি গোল বেশি করেছিলেন স্বাগতিকরা। এর আগের ম্যাচে বড় ব্যবধানে জেতে টটেনহ্যাম। আর গতকাল প্রিমিয়ার লিগে টিকে থাকার রেসে গোল হয়েছে কেবল ১টি। টটেনহ্যামের ঘরের মাঠ এদিন বেশ জমে উঠেছিল, সেটি স্টেডিয়ামের গ্যালারিতে এবং সবুজ গালিচায়। ইউনাইটেড ম্যাচের আগে ক্লাবের মালিকপক্ষ ও চেয়ারম্যান ড্যানিয়েল লেভির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন ১ হাজারের বেশি টটেনহ্যাম সমর্থক। স্টেডিয়ামেও নানা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান তারা।
এদিন দশম মিনিটে প্রথম সুযোগ পায় ইউনাইটেড। মুহূর্তের ব্যবধানে হয়লুন ও গারনাচোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। মিনিট তিনেক পর পাল্টা আক্রমণে যায় টটেনহ্যাম। বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের শট গোলরক্ষক আন্দ্রে ওনানা ঠেকালেও বিপন্মুক্ত করতে পারেননি, কাছ থেকে বল জালে পাঠান ম্যাডিসন।
সমতা ফেরাতে মরিয়া ছিল ইউনাইটেড। ২৩ মিনিটে গারনাচো তো সেন্টার থেকে গোলপোস্টের ওপর দিয়ে বল মেরে স্ট্যান্ডে পাঠান। ম্যানইউ সুবর্ণ সুযোগ নষ্ট করে। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেমহ্যাম। ফিরেই গারনাচো দুবার লক্ষ্যে শট নিলেও ভিকারিও সেভ করে তাকে হতাশ করেন।
২৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫৩ পয়েন্ট নিয়ে ২-এ আর্সেনাল।