× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

প্রস্তুতি ম্যাচে শুরু শান্তদের মিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম

প্রস্তুতি ম্যাচে শুরু শান্তদের মিশন

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সেই দলের ছয়জন আছেন এবারের স্কোয়াডেও, যা আর নেই কোনো দলের। এমন অভিজ্ঞ দল থাকলেও ৮ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশকে সমীহ করছেন না রিকি পন্টিং, এবিডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা। 

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা উঠবে আগামী বুধবার। টুর্নামেন্ট শুরুর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের আগে আজ সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ সময়  বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ সে অর্থে মাঠের প্রস্তুতির সুযোগ পায়নি। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগাররা সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে। এরপর কুড়ি কুড়ির বিপিএল খেলেই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিয়েছে ক্রিকেটাররা। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে রান ছিল না জাকের আলী অনিকের। কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েই যেন নতুন করে নিজেকে খুঁজে পান এই ডানহাতি ব্যাটার। ছন্দে থাকা জাকের ভারতকে হারিয়ে টুর্নামেন্টটা শুরু করতে চান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে জাকের বলেন, ‘সত্যিই এটির (ভারত ম্যাচ) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখুন যেহেতু সবচেয়ে বড় খেলাটি প্রথম ম্যাচে হচ্ছে, তাই আমার মনে হয় এটি আমাদের জন্য ভালো। যদি ম্যাচটা জিততে পারি, তাহলে টুর্নামেন্টটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। 

রান করতে হলে বিশ্বসেরা বোলারদের ওপর ছড়ি ঘোরানোর বিকল্প নেই। চ্যাম্পিয়নস ট্রফিতে জাকেরও করতে চান সেটাই। এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘শীর্ষ স্তরে পারফর্ম করতে হলে আপনাকে সেরা বোলারদের ওপর আধিপত্য করতে হবে। আমার সেই প্রস্তুতি আছে। যে বোলিং করতে আসবে, আমি সেই অনুযায়ী ব্যাট করার চেষ্টা করব। আমি সব সময় নিজের খেলা নিয়ে ভাবি। বাকিটা আমি অনুসরণ করি না। আমার পরিকল্পনা আছে। আমি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেব।’

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। যা নিয়ে বেশ রোমাঞ্চিত জাকের, ‘পাকিস্তানের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে শুধু উইকেট ভালো হলেই হবে না, সঠিক পরিকল্পনা দরকার। ওয়ানডে ক্রিকেটে কখন রান বাড়াতে হবে, কখন গতি কমাতে হবে— এসব বুঝতে হবে।’

নতুন হেড কোচ ফিল সিমন্সের প্রশংসা করতেও ভোলেননি জাকের। তার মতে, ‘তিনি খুব নিরিবিলি মানুষ। মাঠে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দেন, যা খুব গুরুত্বপূর্ণ। তিনি আগে পরিকল্পনা ঠিক করে দেন, পরে আমাদের মতো করে খেলতে দেন। এমনকি অনুশীলনেও সবকিছু পর্যবেক্ষণ করেন, যা আমাদের জন্য সহায়ক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা