প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০ এএম
মেজর লিগের আগামী আসরে নেই সাকিব
‘আমি হাত দিয়ে যা ছুঁই, তা দুঃখ হয়ে যায়’ গানের লাইনের মতোই সাকিব আল হাসানের যাপিত জীবন যেন দুঃখময়। তিনি যা ছুঁচ্ছেন, তা-ই দুঃখে রূপ নিচ্ছে। একমাত্র ক্রিকেট তাকে নিরাশ করেনি। দুই হাত ভরে মুঠোয় ভরেছেন। হাত ঘুরিয়ে, কখনও সেটা ব্যাট দিয়ে। এখন সেই ক্রিকেটই সাকিববিমুখ।
রাজনীতি, কাঁকড়া ব্যবসা, ট্রাভেল এজেন্সি, স্বর্ণ সব জায়গা, সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন সাকিব। ক্যারিয়ারের উষালগ্নে দাঁড়িয়ে পারেননি ভালোমতো বিদায়টা নিতে। বিসিবির কাছে অনুরোধ করেছিলেন, আকুতি ছিল দেশের মাটি, ঘরের মাঠ মিরপুর শের-ই বাংলায় শেষ টেস্ট খেলবেন, সেটাও হয়নি। এরপর ফ্র্যাঞ্চাইজি লিগে তার বোলিং অ্যাকশন নিয়ে কথা ওঠে। এখন আর সন্দেহমূলক বোলিং অ্যাকশনের জন্য বোলিংটাও করতে পারেন না। এতে যা হওয়ার, সেটাই হয়েছে।
গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলা সাকিবকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ) দলটি।