× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে প্রতিশোধ নিল শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯ পিএম

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে প্রতিশোধ নিল শ্রীলঙ্কা

১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ওয়ানডে সিরিজে সফরকারী অজিদের বিধ্বস্ত করে মধুর প্রতিশোধ নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে চারিথ আসালাঙ্কার দলের কাছে পাত্তা পায়নি অজিরা। অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮১ রান করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.২ ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ওয়ানডেতে অজিদের বিপক্ষে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে অবদান রেখেছেন শ্রীলঙ্কার দুই স্পিনার দুনিথ ওয়াল্লাগে (৩৫ রানে ৪ উইকেট), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৩ রানে ৩ উইকেট) এবং পেসার আসিথা ফার্নান্ডো (২৩ রানে ৩ উইকেট)৷ 

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। জশ ইংলিস ২২ আর ট্রাভিস হেড করেন ১৮ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (৬) হারায় শ্রীলঙ্কা। তবে নিশান মাদুশকা আর কুশল মেন্ডিস গড়েন ৯৮ রানের জুটি। মাদুশকার ব্যাট থেকে আসে ৫১ রান। এরপর কামিন্দু মেন্ডিস ফিরে যান ৪ করেই।

তবে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি কুশল মেন্ডিস। ১১৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি। শেষদিকে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ আর জানিথ লিয়ানাগে ২১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে পৌনে তিনশ’র দুয়ারে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, অ্যারন হার্ডি ও বেন ওয়ারশিউস একটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮১/৪ (কুশল মেন্ডিস ১০১, চারিথ আসালাঙ্কা ৭৮*, নিশান মাদুশকা ৫১; শন অ্যাবট ১/৪১, বেন ওয়ারশিউস ১/৪৭, অ্যাডাম জাম্পা ১/৪৭)
অস্ট্রেলিয়া: ২৪.২ ওভারে ১০৭/১০ (স্টিভেন স্মিথ ২৯, জশ ইংলিশ ২২, ট্রাভিস হেড ১৮; দুনিথ ওয়াল্লাগে ৪/৩৫, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩/২৩, আসিথা ফার্নান্ডো ৩/২৩)
ফল: শ্রীলঙ্কা ১৭৪ রানে জয়ী। 
সিরিজ: শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী
ম্যাচসেরা: কুশল মেন্ডিস
সিরিজসেরা: চারিথ আসালাঙ্কা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা