দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
জিতলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপপর্বের দুই দলের দেখায় ব্রাজিলকে ৬–০ গোলে হারানো আর্জেন্টিনাকেই এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচটিতে শেষ পর্যন্ত কোনো দলই জিততে পারেনি।
শুক্রবার কারাকাসে দুই পরাশক্তির উত্তাপ ছড়ানো ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ফলে মহাদেশীয় আসরে যুবাদের শ্রেষ্ঠত্ব নির্ধারণে অপেক্ষা আরেকটু বাড়ল। ৪ ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান ১০। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে কার হাতে উঠছে শ্রেষ্ঠত্ব। আসরে নিজেদের শেষ ম্যাচে রবিবার ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। একইদিনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যহত রেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু কাঙিত গোলের দেখা আর পায়নি তারা। উলটো ৭৮ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে সেলেসাওরা। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে হলুদ শিবিরে স্বস্তি এনে দেন রায়ান। শেষ পর্যন্ত ১-১ গোলেই ম্যাচ অমীমাংসিত থাকায় শেষ ম্যাচেই নির্ধারিত হবে শিরোপা।