প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম
আরেকটি অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
তবে তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনে নতুন কোনো অ্যাডহক কমিটি গঠন করেনি এনএসসি। যার অর্থ বাংলাদেশে এখন এই অ্যাসোসিয়েশনের কোনো কমিটিই থাকলো না। নির্বাহী কমিটি কেন ভেঙে দেওয়ার হয়েছে সেই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ শুধু কোন ধারাবলে (এনএসসি আইন ২০১৮ এর ২১) ভেঙ্গে দেওয়া হয়েছে সেটা উল্লেখ করেছে।
এ বিষয়ে আগের কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মান সিকদার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কমিটি ২০২৩ সালে নির্বাচিত। মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কেন ভেঙেছে বুঝলাম না।’ এরপর তিনি প্রশ্ন রাখেন যে আগের কমিটি যেহেতু ভেঙে দেওয়া হলো তবে নতুন কমিটি কেন গঠন করা হলো না এবং কমিটি গঠন না করলে এই খেলার কর্মকাণ্ড পরিচালনা করবেন কারা?
মো. সোলায়মান সিকদার বলেন, ‘আমরা তো গত ৩ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনকে ফেডারেশনে উন্নীত করতে এনএসসির কাছে আবেদন করেছি। আজই (বৃহস্পতিবার) সেই বিষয়ে এনএসসির কাছ থেকে একটা নোট পেলাম। তারা কিছু নীতিমালা পূরণের কথা বলেছে। সেগুলো তো আমরা পূরণ করেছি।’