× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরোয়া ফুটবল

শক্তি বাড়াতে ভেনেজুয়েলা থেকে খেলোয়াড় আনছে মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৩ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৫ পিএম

শক্তি বাড়াতে ভেনেজুয়েলা থেকে খেলোয়াড় আনছে মোহামেডান

ঘরোয়া ফুটবলে চলছে মধ্যবর্তী দলবদল। মার্চের আগে অবশ্য এই দলবদল প্রক্রিয়ার মধ্যেই ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে আরও এক রাউন্ডের খেলা। আর ফেডারেশন কাপের খেলা মাঠে গড়াবে আগামী এপ্রিলে। তবে চলমান মৌসুমে নিজেদের আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে দেশের ফুটবল ক্লাবগুলো। সেই রেসে পিছিয়ে নেই মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমে বাকি সময়ের জন্য সাদা-কালোরা দলে টানছে ভেনেজুয়ের ফরোয়ার্ড মরিলো জিমেনেজকে। ২৯ বয়সি এই ফুটবলারের সঙ্গে দলটি চূড়ান্ত করে ফেলেছে চুক্তি।

দেশের ফুটবলে অবশ্য জিমেনেজ নতুন নাম নয়। এর আগে ২০২২ থেকে ২০২৪, এই দুই মৌসুম খেলেছেন বাংলাদেশ পুলিশ এফসির হয়ে। ২০২২-২৩ মৌসুমে ১৮ ম্যাচ খেলে করেছিলেন ৯ গোল। পরের মৌসুমে ১৫ ম্যাচে করেন ৫ গোল। এই মৌসুমে শুরু থেকে মরিলো খেলেছেন নিকারাগুয়ার ক্লাব মানাগুয়াতে। দেশটির প্রিমিয়ার ডিভিশনের ওই ক্লাবে খেলেছেন ১৩ ম্যাচ, নামের পাশে আছে ৫ গোল। মরিলোর এই পারফরম্যান্সই মনে ধরেছে মোহামেডানের কর্তাদের। 

সাদা-কালো শিবিরে মরিলোকে আনতে ছেড়ে দিচ্ছে আর্নেস্ট বোয়েটেংকে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে আলফাজ আহমেদের দলে ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ঘানার এই ফুটবলার। যেখানে গোল করেছেন কেবল একটি। তবে পারফরম্যান্সের বিচারে তাকে ছেড়ে দেয়নি ক্লাবটি। জানা গেছে, ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়টা খেলতে পারবেন বোয়েটেং। তার বদলি হিসেবে নতুন খেলোয়াড় মরিলোকে চুক্তিবদ্ধ করা নিয়ে কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘আমরা দ্বিতীয় পর্বে ছয়জন বিদেশি নিয়েই খেলব। এর মধ্যে একজনকে বদল করে নতুন খেলোয়াড় নিয়েছি। বোয়াটেংয়ের পায়ে চিড় ধরেছে। তার জায়গায় ভেনিজুয়েলার মরিলোকে নিয়েছি।’

পুলিশের জার্সিতে সর্বশেষ মৌসুমে খুব বেশি অবদান রাখতে না পারলেও শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে জোড়া গোল করে নজরে আসেন মরিলো। সেটি দেখে তাকে দলে ভেড়াতে চেয়েছিল ঢাকা আবাহনীও। যদিও দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে মোহামেডানের। এ নিয়ে মোহামেডান কোচ আলফাজের ভাষ্য, ‘গত লিগে বসুন্ধরা কিংসের বিপক্ষে একাই ২ গোল করেছে (মরিলো)। পুলিশ যে গত দুই মৌসুম ভালো করেছে, তাতে তার অবদান আছে। মরিলোকে এবার দ্বিতীয় পর্বের জন্য আবাহনীও নিতে চেয়েছিল। কিন্তু আমরা তাকে পেয়েছি।’

মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানটা শুরু থেকেই ধরে রেখেছে মোহামেডান। ৯ ম্যাচে ৮ জয় এবং এক হারে দলটির ঝুলিতে আছে ২৪ পয়েন্ট। দুইয়ে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪। ধানমন্ডিপাড়ার ক্লাবটিও খেলেছে সমান ৯ ম্যাচ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। আর তিনে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৭। 

লিগ রেসে অনেকটাই এগিয়ে আছে আলফাজ আহমেদের দল। তবে ব্যবধানটা আরও বাড়ানোর সুযোগ তারা হাতছাড়া করেছে লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে। যেখানে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফকিরেরপুল ইয়াংমেন্সের কাছে হারায় মহামূল্যবান তিন পয়েন্ট। নতুনভাবে উজ্জীবিত হতে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলোকে তাঁবুতে ভিড়িয়েছে সাদা-কালোরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা