প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম
রংপুর রাইডার্সের জার্সিতে আকিফ জাভেদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন আকিফ জাভেদ। একাদশ আসরে মোট ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। ওভারপ্রতি খরচ করেছেন ৬.৮৯ করে। বিপিএলের এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেলেন আকিফ। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ডাক পড়েছে তার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড
এক বিজ্ঞপ্তিতে আকিফের আন্তর্ভুক্তির বিষয়টি জানায়। মূলত দলটির পেসার হারিস রউফের ইনজুরিতে
কপাল খুলে বাঁহাতি পেসারের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনের
চোটে পড়েন হারিস। চিকিৎসকরা হারিসকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
জাতীয় দলে প্রথমবার ডাক পেলেও
আকিফের প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে অভিষেক ২০১৯ সালে। প্রথম শ্রেণিতে ২৩ ম্যাচে
উইকেট নিয়েছেন ৫২টি। লিস্ট এ ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। ৩০ ম্যাচে উইকেট
নিয়েছেন ৩৩টি। পিএসএলে তিনটি মৌসুম খেলেছেন। তবে চোখে পড়ার কিছু করতে পারেননি, সব মিলিয়ে
নিয়েছেন ১৮ উইকেট।