চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম
শান্ত সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখছেন, আশা করছেন ভালো কিছুর— ছবি: আ. ই. আলীম
আইসিসির যেকোনো ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। আট বছর পর আবারও একই টুর্নামেন্টে মাঠে নামছে দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে বাংলাদেশ। দুদিন আগে ফিল সিমন্সও দাবি করেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বেন।
আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম।’
দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নেই। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমও আছেন ক্যারিয়ার সায়াহ্নে। তবু শান্তর বিশ্বাস, বাংলাদেশের শিরোপা জেতার সামর্থ্যটা আছে।
শান্ত বলেন, ‘আমাদের দলের ঐ সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
শান্ত ভরসাটা রাখছেন সৃষ্টিকর্তার ওপর। তবে তার আগ পর্যন্ত চেষ্টাটা সর্বোচ্চ থাকবে। শান্তর ভাষ্যমতে, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে আছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে।