প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১ পিএম
আগে কখনো আইসিসি টুর্নামেন্ট খেলেননি আল্লাহ মোহাম্মদ গজনফার, আইপিএলেও খেলার সুযোগ হয়নি। এবার দুটিই ছিল সামনে। তবে চোটের সঙ্গে লড়ে পারেননি। দুটি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগানিস্তানের তরুণ স্পিনার।
মেরুদণ্ডের গোড়ার দিকের হাড়ে ফ্র্যাকচারের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গজনফার। বুধবার সকালে টুইট করে এই তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার বদলে মূল দলে এসেছেন প্রাথমিকভাবে রিজার্ভে থাকা বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতে।
আফগান ক্রিকেট বোর্ড জানায়, গজনফার গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে চোট পান। যে কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই সময় চিকিৎসার মধ্যে থাকবেন। ফলে আইপিএলেও খেলতে পারবেন না। গত বছর সৌদি আরবের জেদ্দায় হওয়া মেগা নিলামে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে ২১টি উইকেট শিকার করেছেন গজনফার। দলে আসা ২০ বর্ষী খারোতে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে শারজায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩/২৮ পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান স্কোয়াড
হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সিদিকুল্লাহ আতাল, রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, ফারিহ আহমদ, ফজল-হক ফারুকি, নাঙ্গেয়ালিয়া খারোতে, নাভিদ জাদরান, নুর আহমদ।