প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬ এএম
শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাথু কুনেমানের। অজিদের এই স্পিনারের বিরুদ্ধেই অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।
বামহাতি স্পিনার কুনেমান দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ে ১৬ উইকেট নিয়েছেন। এখন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তাকে বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ২৮ বছর বয়সী স্পিনারকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর এই বিষয়ে ম্যাচ অফিশিয়ালরা অস্ট্রেলিয়ান দলকে অবগত করেছে। এখন ম্যাটকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য যাবতীয় পদক্ষেপ অনুসরণে সহায়তা করা হবে।’
ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন বোলার কনুই ভাঙতে পারেন সর্বোচ্চ ১৫ ডিগ্রি। তার বেশি হলে সেটাকে অবৈধ ধরা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, ২৮ বছর বয়সী কুনেমান হয়তো ব্রিসবেনে নির্ধারিত সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেন।
২০১৭ সালে অভিষেকের পর থেকে ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছেন কুনেমান। তার মধ্যে আছে ৫টি টেস্ট, ৪টি ওয়ানডে। বিগ ব্যাশ লিগেও খেলেছেন ৫৫টি টি-টোয়েন্টি।