প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৯ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২ পিএম
ইতিহাদে দিনটা হতে পারত আর্লিং হালান্ডের। শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে। আরেক প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে আরেকবার তারা হারিয়েছে গার্দিওলার সিটিকে। শেষ ৬ মিনিটে স্তব্ধ করে দিয়েছে স্বাগতিকদের। রিয়াল জিতেছে ৩-২ ব্যবধানে।
তবে ম্যাচটা রিয়াল যেভাবে জিতেছে সেটা নিয়েই বরং আরও বেশি আলোচনা হতে পারে। অথচ ওই মুহূর্তে কে ধরত, রিয়ালের পক্ষে বাজি। কিন্তু ফল ঘুরেছে একেবারে উল্টো অ্যাঙ্গেলে। ৮৫ মিনিট পর্যন্ত ম্যানসিটি এগিয়ে ছিল ২-১ গোলে। সেখান থেকে যোগ করা সময়ে রিয়াল বদলায় ম্যাচের ভাগ্য। রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ। সিটির হয়ে দুটি গোল পান হালান্ড। শেষ মুহূর্তে আরেকবার ত্রাতা হয়েছেন জুড বেলিংহাম।
ইতিহাদে আতিথিদের বিপক্ষে ১৯তম মিনিটে নিজের দলকে এগিয়ে নেন হালান্ড। নিচু ভলিতে দূরের কোনা দিয়ে জাল কাঁপান ২৪ বর্ষী নরওয়ে সেনশেসন। অফসাইডের আশঙ্কায় গোলটি ভিএআরে চার মিনিট চেকের পর সিটির পক্ষে রায় দেন রেফারি।
৬০তম মিনিটে ফ্রি কিকে বল অন্য খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে। ৮০তম মিনিটে পেনাল্টি স্পট থেকে ম্যানসিটিকে এগিয়ে দেন হালান্ড।
বক্সের মধ্যে ডান হাঁটু দিয়ে ফিল ফোডেনকে ফাউল করলে পেনাল্টি পায় সিটিজেনরা। তাদের কিপার থিবো কোর্তোয়া বল ঠেকানোর জন্য ভুল দিকে হাত বাড়ান। ছয় মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের শট এডারসন ভালোভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে দিয়াজ জাল কাঁপান।
ইংল্যান্ড তারকা বেলিংহাম ৯২তম মিনিটে গোল করেন। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের শূন্যে ভাসানো বল জন স্টোন্সের সামনে থেকে জালে জড়িয়ে দেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে। মাদ্রিদে ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।