ত্রিদেশীয় সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম
অভিষেকে রেকর্ড গড়লেন ম্যাথিউ ব্রিটজেকে, ওয়েন মুল্ডারকে সঙ্গে নিয়ে দলকে এনে দিলেন তিনশ ছাড়ানো লক্ষ্য। তাতে অবশ্য নিউজিল্যান্ডকে আটকানো যায়নি। কেন উইলিয়ামসনের হার নামা সেঞ্চুরি আর ডেভন কনওয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০৫ রানের লক্ষ্য ৬ উইকেট এবং ৮ বল হাতে পেরিয়েছে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে টানা জয়ে ফাইনালও নিশ্চিত করে বসেছে মিচেল স্যান্টনারের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রোটিয়াদের
বড় রানও তাড়া করে জেতার আগে স্বাগতিক পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ড। সোমবার
দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট হারিয়ে তোলা ৩০৪ রান
পেরিয়েছে ৮ বল হাতে রেখেই। ১১৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন
উইলিয়ামসন।
এদিন, প্রোটিয়াদের পথ দেখান অভিষেক
হওয়া ব্রিটজেকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ১৪৮ বলে সাজান ১৫০ রানের ইনিংস। জেসন
স্মিথ এনেছেন ৪১ রান ও ৬৪ রান করেন মুল্ডার। তাতেই আসে তিনশ ছাড়ানো সংগ্রহ।
যদিও সেই রান টপকাতে খুব একটা বেগ পেতে
হয়নি কিউইদের। পঞ্চাশ রানের ওপেনিং জুটি ভাঙার পর প্রায় দুইশ রানের জুটি গড়েন কনওয়ে
ও উইলিয়ামসন। ৯৭ রানে সেঞ্চুরির আক্ষেপ রেখে ফেরেন কনওয়ে। এরপর দ্রুত কয়েকটি উইকেট
হারালেও পথ হারায়নি ব্লাক ক্যাপসরা। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন উইলিয়ামসন।
এই জয়ে তিন দেশিয় সিরিজে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। আগামী
বুধবার পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে
যারা জিতবে, তারাই হবে উইলিয়ামসনদের ট্রফির প্রতিপক্ষ। ১৪ ফেব্রুয়ারি করাচিতে বসবে
ফাইনাল।