প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আজ মিরপুরে কথা বলেছেন কোচ ফিল সিমন্স। ছবি: আ.ই. আলীম
বিপিএল অধ্যায় শেষ। এখন টাইগারদের তোড়জোড় চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে। আট জাতির টুর্নামেন্টের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবেন নাজমুল হোসেন শান্তরা। দেশ ছাড়ার আগে স্কোয়াড ভুক্তরা পাঁচ দিনের অনুশীলন করবেন। গত শনিবার থেকে জাতীয় দলের এই অনুশীলন পেয়েছে আনুষ্ঠানিকতা। গত রবিবার ফ্লাডলাইটের নিচেও অনুশীলন করেছেন তাসকিন আহমেদরা। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য টাইগারদের ‘সেরা প্রস্তুতি’ হচ্ছে না বলেই মনে করেন হেড কোচ ফিল সিমন্স।
আজ সোমবার তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ সিমন্স। সেখানে দলের অনুশীলন-প্রস্তুতি ও চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির জন্য টাইগারদের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট কি না জানতে চাইলে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘সেরা প্রস্তুতি হচ্ছে না।’ তবে প্রস্তুতির ঘাটতিতে খুব একটা সমস্যাও দেখছেন না তিনি। সিমন্সের বিশ্বাস, ‘একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের জন্য করতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২৪ তারিখ নিউজিল্যান্ড ও ২৭ তারিখ স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের দল। সিমন্স জানিয়েছেন, আপাতত দুবাইয়ের ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তিনি বলেন, ‘প্রাথমিক প্রস্তুতিটা দুবাইয়ের জন্য। আমার মতে, আমরা যদি মানসিক দিক থেকে উপযুক্ত স্থানে পৌঁছাতে পারি এবং দুবাইয়ের জন্য সঠিক কাজগুলো করতে পারি, তাহলে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারব। আর শুরুটা ভালো হলে... এরপর আমরা পাকিস্তানে যাবে, সেখানে কন্ডিশন বাংলাদেশের মতোই।’
একমাসেরও বেশি সময় ধরে শান্তরা টি-টোয়েন্টিতে খেলেছেন। তাছাড়া অনুশীলন শুরু হলেও প্রথম দুই দিনে খুব একটা স্কোয়াডের সবাই অংশ নেননি। বিশেষ করে একাদশ বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়দের অনুপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল ফ্লাডলাইটের আলোয় স্কোয়াডে থাকা অর্ধেকের বেশি অনুশীলন করেছেন। দুপুরের দিকে ইনডোরে ঘাম ঝরানোর পর রাতে মূল মাঠে ফ্লাডলাইটের নিচে অনুশীলন করেছেন তারা। শনি-রবিবার ক্রিকেটারদের অনুপস্থিতি কম থাকলেও সোমবার থেকে মাত্রাটা বাড়ে। আর মঙ্গলবার ও বুধবার দুটি দিন ভালোভাবে কাজে লাগাতে মুখিয়ে বাংলাদেশের কোচ। সিমন্স বলেন, ‘এজন্যই আমাদের দুটো সেশন আছে অনুশীলনে। আমরা দিনে ও রাতে ব্যাট-বল করছি আর পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
এসময় লিটন দাসকে নিয়েও কথা বলেন সিমন্স। বিশেষ করে বিপিএলে সেঞ্চুরি পাওয়ার পর উইকেটরক্ষক ব্যাটারকে নেয় বেশ আলোচনা হয়। লিটনের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেন ক্রিকেট বিশ্লেষকরা। মিরপুরে সিমন্স বলেন, 'লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে। তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে'
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে অবশ্য সুখস্মৃতিই রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। ৮ বছর পর এবার চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। এবার কি শিরোপাতে চোখ আছে বাংলাদেশের? উত্তরে সিমন্স বলেছেন, ‘যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না। যখনই আপনি কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন, সম্ভাব্য সের প্রস্তুতিটাই নিতে চাইবেন।’