প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সৌম্য। আজ মিরপুরে ছবি তুলেছেন আ. ই. আলীম
চোটের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলতে পারেননি সৌম্য সরকার। সেই চোট কাটিয়ে ফেরা দীর্ঘায়িত হয়েছিল। বিপিএলের প্রথম অংশে ছিলেন না। পরে ফিরলেও চেনা ছন্দে দেখা যায়নি রংপুর রাইডার্সের তারকাকে। এবার আবারও পড়েছেন চোটে।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় হাতে বলের আঘাত লাগে। মৃত্যুঞ্জয় চৌধুরীর বাউন্সার সামলাতে গিয়ে আঙ্গুলে বল লাগে এই বাঁহাতি ওপেনারের।
এসময় তিনি মাটিতে বসে পড়েন। পরে ফিরে যান ড্রেসিংরুমে। সৌম্যর চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তবে সৌম্য বেশ কিছুক্ষণ পর আবার মাঠে ফিরেন এবং ব্যাটিং অনুশীলন চালান।
এরআগে, ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য। স্লিপে ক্যাচ ধরতে গিয়ে চোট পান আঙুলে। সেই চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল। এবার অবশ্য চোটের আশঙ্কা বেশি বাড়েনি।