প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪০ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সপ্তাহখানেক আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। ভারত সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি তিনি। শেষ ম্যাচেও খেলা হচ্ছে না। চোটের যা অবস্থা তাতে হয়ত দর্শক হয়ে কাটাতে হতে পারে বেথেলের।
ইংলিশ তারকার চোট নিয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসিবি। তবে তারা বেথেলের বদলি ডেকেছে। ভারতের বিপক্ষে সিরিজ তো বটে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাটলার।
ভারতের কাছে সিরিজ খোয়ানোর পর ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমি নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। এটা তার জন্য সত্যিই হতাশাজনক। সে ওইদিন দুর্দান্ত খেলেছে এবং সত্যিই সে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তাই এটা মেনে নেওয়া কষ্টের যে একটি আঘাত তাকে ছিটকে ফেলবে।’
নাগপুরে ভারতের বিপক্ষে তিন ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন বেথেল। এরআগে হাঁকান দুর্দান্ত এক ফিফটিও। তবে হ্যামস্ট্রিং চোট তাকে বড্ড ভোগাচ্ছে। স্ক্যান করার পর আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তাই দ্বিতীয় ওয়ানডেতে জায়গা পাননি। ইসিবি তার বদলি হিসেবে এনেছে টম ব্যান্টনকে।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। যদিও কেউই চোটে পড়লে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরেও পরিবর্তন আনা যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচ, লাহোরে ম্যাচটি বসবে ২২ ফেব্রুয়ারি।