লা লিগা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ এএম
মাদ্রিদ ডার্বিতে ড্রয়ের পর বোঝা গিয়েছিল, এ জল বহুদূর গড়াবে, গড়িয়েছেও। লা লিগা একেবারেই জমে ক্ষীর! অন্তত পয়েন্ট টেবিলে একটু চোখ বোলালেই স্পষ্ট সেটা। রিয়াল মাদ্রিদ-আতলেটিকো মাদ্রিদ টেবিলের শীর্ষ ১, ২-এ আছে ঠিকই, এ মুহূর্তে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কাতালানরা। গত রাতে সেভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ে বার্সেলোনার (২৩ ম্যাচ) পয়েন্ট এখন ৪৮। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি হুলিয়ান আলভারেজদের। আর ২ পয়েন্ট বেশি লস ব্লাঙ্কোসদের।
আনন্দের রাতে রবার্ট লেভানডোভস্কি সপ্তম মিনিটে গোলমুখ খোলেন। খুব কাছ থেকে লক্ষ্যভেদী শটে বার্সাকে লিড এনে দেন তিনি। কিন্তু এক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক দর্শককে উল্লাসে মাতান রুবেন ভারগাস।
দুই দল সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ২ মিনিট পর বদলি খেলোয়াড় ফারমিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সা। বক্সের বাইরে থেকে ৫৬তম মিনিটে চমৎকার স্ট্রাইকে ব্যবধান বাড়ান রাফিনিয়া। ৫ মিনিট পর জিব্রিল শোকে পদাঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন লোপেজ। ১০ জন নিয়ে বাকি সময় খেলেও সেভিয়াকে আটকে রাখতে সফল হয় বার্সা। নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া। দ্বিতীয়ার্ধে বদলি নামা এ ডিফেন্সিভ মিডফিল্ডার কাছ থেকে হেডে গোলটি করেন।
আসরে নবম হারের তেতো স্বাদ পাওয়া সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। আর প্রতিপক্ষ বার্সা নিজেদের লড়াইয়ে টিকিয়ে রাখল।