× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুমরার যত্ন নিতে বললেন পাকিস্তান কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম

বুমরার যত্ন নিতে বললেন পাকিস্তান কোচ

চ্যাম্পিয়নস ট্রফি দরজায় কড়া নড়ছে। চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট জাতির জমজমাট টুর্নামেন্ট। উদ্বোধনের তিনদিন পর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের আগে শুরু হয়েছে কথার যুদ্ধ। বিশেষ করে খুব বেশি চর্চা হচ্ছে যশপ্রীত বুমরাকে নিয়ে। ভারত তথা পাকিস্তান বিরোধীরা বলছেন, এক বুমরাতে ঘাম ছুটে যাবে বাবর আজমদের।

ভারত-পাকিস্তানের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের মন্তব্য ঘিরে। পাকিস্তানের সাবেক পেসার পরামর্শ দিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন তাদের সেরা অস্ত্র বুমরার ভালোভাবে যত্ন নেয়।  বুমরার ফিটনেস নিয়ে ভাবতে বলেছেন তিনি।

বুমরাকে নিয়ে কথা বলার পেছনে অবশ্য কারণও আছে বৈকি। সবশেষ বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে পিঠের চোট পান ভারতীয় পেসার। যে কারণে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি বুমরা।  এখন অবশ্য বিশ্রামে তিনি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে তাকে। 

পাকিস্তান দলের বুমরার মুখোমুখি হওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আকিব। ভারতের বার্তা সংস্থা এএনআই তার উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘তাদের (ভারত) বুমরাকে নিয়ে দুশ্চিন্তায় থাকা উচিত। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, কোনো দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। শীর্ষ আট দল খেলবে। কোনো দলে বুমরার মতো বোলার থাকলে সেটা তাদের জন্য বাড়তি প্রাপ্তি। তার মুখোমুখি হওয়া নিয়েই আমরা সব পরিকল্পনা করব, ব্যাপারটা এমন নয়।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে ভারত।টিম ম্যানেজমেন্টের ধারণা, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেন বুমরা। রোহিতের ভাষায়, ‘স্ক্যানের ফল আগামী কয়েক দিনের মধ্যে আসবে। এরপর নিশ্চিত হওয়া যাবে শেষ ওয়ানডেতে সে খেলতে পারবে কি না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা