প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬ পিএম
সবকিছু ঠিকঠাক চলছিল। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। কিন্তু হঠাৎ ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মার্কাস স্টয়নিস!
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে স্টয়নিস বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলা আমার জন্য ছিল অসাধারণ একটি যাত্রা। এই দলের জার্সি গায়ে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ স্তরে দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে এতই মূল্যবান, যা সব সময় মনে রাখবো।’
অবসর সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। কিন্তু বিশ্বাস করি ওয়ানডে থেকে সরে যাওয়ার জন্য এবং পরবর্তী জীবনে মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং তার সমর্থনের ভীষণ প্রশংসা করি। আমি পাকিস্তানে দলের ছেলেদের সমর্থন জানাতে মুখিয়ে থাকবো।’
জানা গেছে, ৩৫ বর্ষী স্টয়নিস এখন শুধু টি-টোয়েন্টি খেলে যাবেন। জাতীয় দলেও এই ফরম্যাটের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন তিনি। ওয়ানডেতে ৭১ ম্যাচে ২৬.৬৯ গড়ে স্টয়নিসের সংগ্রহ ১ হাজার ৪৯৫ রান। ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৬ রান তার ক্যারিয়ার সেরা। বল হাতে উইকেটও নিয়েছেন ৪৮টি।