প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
‘প্রিন্স’ নেইমারকে বেশ জমকালোভাবেই বরণ করে নিয়েছিল সান্তোস তথা সাও পাওলোর জনগণ। ঘরের ছেলে ঘরে ফিরেছে। ভালোবাসার কমতি দেখায়নি ভক্তরাও। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের প্রসিদ্ধ মাঠ ভিলা বেলমিরোয় জড়ো হয়েছিল হাজারো মানুষ। ৩১ জানুয়ারি ব্রাজিলে ফেরার পর অপেক্ষা ছিল নেইমারের মাঠে নামার। গতকাল রাতে সেটাও হয়ে গেল। আর প্রর্ত্যাবর্তনের রাতে ম্যাচসেরা হয়েছেন নেইমার।
সান্তোসের ঘরের মাঠে গতকাল বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন নেইমার। ব্রাজিল ফরোয়ার্ড যখন মাঠে নামেন তখন ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো। ম্যাচে নেইমার গোলমুখ না খুলতে না পারলেও দারুণ এক গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন।
চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন, তিনি এখনো শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (গতকাল) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
সান্তোস নেইমারের আঁতুড় ঘর।এখানে বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা তার। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগ পর্যন্ত এখানে খেলেছেন তিনি। ন্যু ক্যাম্পে দাপটের সঙ্গে পথচলার পর রেকর্ড দামে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন তিনি।
নেইমারের এই ক্যারিয়ারে তিন ভাগে ভাগ করেছেন তার বাবা। নেইমার সিনিয়র বলেছেন, ‘আমার ছেলের ক্যারিয়ারে এটা শেষ চক্র। এটা তার তৃতীয় চক্র এবং আমরা তা পুরোপুরি উপভোগ করতে চাই, যেটা আজ (কাল) থেকে শুরু হবে।’