× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা দেল রে

লেগানেসকে হারিয়ে সেমিতে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭ এএম

শেষ মিনিটে গোলের পর গনজালো গার্সিয়ার উদ্‌যাপন

শেষ মিনিটে গোলের পর গনজালো গার্সিয়ার উদ্‌যাপন

রিয়াল মাদ্রিদের চেয়ে লেগানেস আংশিক খর্বশক্তির, এমনটা আপনার মনে হতেই পারে। তবে গতকাল বুধবার রাতে বোরজা জিমেনেজের শিষ্যরা যা করে দেখিয়েছেন তাতে কিছুটা হলেও কপালে ঘাম জমেছিল রিয়াল ফ্যানদের। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে দারুণ ভুগিয়েছে তারা। শেষ গল্পের নায়ক অবশ্য লুকা মদরিচ-ভিনিসিয়ুস জুনিয়ররাই। ২-২ গোলে শেষ হতে যাওয়া ম্যাচের শেষ মিনিটে পাশার দান উল্টে দেন গনজালো গার্সিয়া। এ স্প্যানিয়ার্ডের গোলেই ৩-২ ব্যবধানের জয়ে কোপা দেল রের সেমিফাইনালে লস ব্লাঙ্কোসরা।

লেগানেসের মাঠে শুরু থেকেই উত্তেজনা লক্ষ করা যায়। দশর্ক সিটে আরাম করে বসার আগেই রিয়ালকে চেপে ধরেন স্বাগতিকরা। মাত্র ৮ মিনিটেই স্বাগতিকরা রিয়ালের পোস্টে চারটি শট নেন। তবে ১৮ মিনিটে রদ্রিগোর বাড়ানো পাস থেকে লুকা মদরিচের দারুণ শটে এগিয়ে যান অতিথিরা। ৩৯ বছর বয়সি এ ক্রোয়াট মিডফিল্ডার চলতি আসরের তিন ম্যাচে করেছেন ২ গোল। ২৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। সতীর্থের পাস পেয়ে ৬ গজ বক্সের বাইরে থেকে লক্ষ্য ভেদ করেন তিনি। টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল। ৩৯ মিনিটে সফল স্পট-কিকে লেগানেসের হয়ে ব্যবধান কমান হুয়ান ক্রুস। এরপর ৫৯ মিনিটে তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরেন স্বাগতিকরা। লেগানেসের আক্রমণের সামনে রিয়াল গোলরক্ষক লুনিন তখন পুরোপুরি অসহায়।

নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের শুরুতে স্কোরলাইন ২-২ ছিল। রিয়ালও হন্যে হয়ে গোল খুঁজছিল। ঠিক তখনই যোগ করা সময়ের ৩ মিনিটে গোল আদায় করেন গার্সিয়া। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেডে গোল করে লেগানেসের মাঠে ২০ বছর বয়সি তরুণের উদ্‌যাপন দেখে কে! স্বপ্নপূরণের আনন্দে একবার রিয়ালের ব্যাজেও চুমু খেলেন। ব্রাহিম দিয়াজের ক্রসে ৬ গজ বক্সে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। গার্সিয়ার সে গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল এবং কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ।

এ জয়ে যারপরনাই আনন্দিত গার্সিয়া। ম্যাচ শেষে স্প্যানিয়ার্ড বলেছেন, ‘অভিষেকের চেয়েও এ দিনটি বিশেষ কিছু। ছোটবেলা থেকে এ স্বপ্ন দেখে আসছি, (রিয়ালের হয়ে) গোল করব, আর সেটাও এত গুরুত্বপূর্ণ। নিজেকে সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে।’

গার্সিয়াকে বাহবা দিয়েছেন আনচেলত্তিও। জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গনজালো বয়সভিত্তিক দলে দারুণ ফর্মে। এ তরুণরা যা করেছে, সেটা নিয়ে আমাদের সুখী থাকতে হবে। তারা ভুল করতে পারে। কিন্তু দলকে সাহায্য করেছে। তাদের আমাদের দরকার।’

ম্যাচ ২-২ গোলে সমতায় থাকতে রিয়ালের সমর্থকরা একটি অনাকাঙ্ক্ষিত দৃশ্যও দেখেছেন। রক্ষণ সামলাতে ভিনিসিয়ুস নিচে না নামায় তাকে বকে দেন মিডফিল্ডার লুকা মদরিচ। তখন মদরিচের সঙ্গে বাদানুবাদও হয় ভিনির। এ নিয়ে মদরিচ ম্যাচ শেষে বলেছেন, ‘ভিনির ওপর আমি রাগ করব কীভাবে? এটা ফুটবল... যেটা দেখার প্রয়োজন নেই আপনারা সেটাই দেখেন।’ আনচেলত্তি এ নিয়ে বলেছেন, ‘মদরিচ যদি এ কথা বলে থাকে তাহলে আমাদের অবশ্যই সেটাকে সম্মান করা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা