× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনাকে কাঁদিয়ে ফাইনালে চিটাগং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০২ এএম

খুলনাকে কাঁদিয়ে ফাইনালে চিটাগং

পরতে পরতে উত্তেজনার ম্যাচে খুলনা টাইগার্সকে কাঁদিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করলো চিটাগং কিংস। মিরপুরে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ বলে বাউন্ডারি হাকিয়ে বন্দর নগরীর দলটিকে ফাইনালে তুলেছেন লোয়ার অর্ডার ব্যাটার আলিস আল ইসলাম। ৭ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষে ভালোর গল্প লেখার পথে ছিল খুলনা টাইগার্স। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে শেষের ঝড়ে ৬ উইকেটে ১৬৩ রানের ভালো পুঁজি পায় তারা। বোলিংয়েও বাজে শুরু করে খুলনা। ২ উইকেটে ১০০ রান তুলে ফেলে চট্টগ্রাম কিংস। সেখান থেকে নাসুম আহমেদ ও মুশফিক হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফেরে দলটি।

টানা তিন জয় পাওয়া দলটি চতুর্থ জয়ের পথে ছিল। ১৭ ওভার শেষে ১৭০ রানে খুলনা তুলে নেয় চট্টগ্রামের ৭ উইকেট। শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল চট্টগ্রামের। হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে দেন ৭ রান। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৫ রান। তরুণ পেসার মুশফিক হাসান তা আটকাতে পারেননি। ওভারের চতুর্থ ও শেষ বলে চার খেয়ে হেরে যান ম্যাচ। 

বিপিএলের দ্বিতীয় এই কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। শুরুতে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদী মিরাজ (২), তিনে নামা অ্যালেক্স রস (০), ওপেনার নাঈম শেখ (১৯) ও আফিফ হোসেন (৮)। 

সেখান থেকে ধস সামাল দিতে সেট হয়ে জুটি গড়ার চেষ্টা করেন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন। সফলও হন তারা। ৭৩ রানের কার্যকরি এক জুটি দেন দু’জন। অঙ্কন হাত খুলে খেলার চেষ্টা করতেই আউট হন। চলতি বিপিএলে স্লগে দারুণ ব্যাটিং করা অঙ্কন ৩২ বলে ৪১ রান করেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চার মারেন ডানহাতি এই ব্যাটার। হেটমায়ার ৩৩ বলে ৬৩ রান করেন। চারটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শট মারেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। 

জবাব দিতে নেমে চট্টগ্রাম ১৬ ও ৩৫ রানে উইকেট হারলেও পাকিস্তানি ওপেনার খাজা নাফি ও হুসেইন তালাত ৭০ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি গড়ে দেন। তালাত ২৫ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে আউট হন। পরেই ওপেনার নাফি ফিরে যান ৪৬ বলে ৫৭ রান করে। তিনি চারটি চার ও তিন ছক্কা হাঁকান। 

ওই ধাক্কা লোয়ারের পাঁচ বোলার নিয়ে সামাল দিতে হিমশিম খায় চট্টগ্রাম। তবে শেষে জয়টা এনে দিয়েছেন আরাফাত সানি ও আলিস ইসলাম। আরাফাত ১৩ বলে ১৮ রান করেন। আলিস ৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান যোগ করেন। শেষ ওভারের তৃতীয় বলে রান নিতে গিয়ে আলিস ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তার রিটায়ার্ড হার্টে ক্রিজে এসে শরিফুল শেষ ওভারের চতুর্থ বলে চার মারেন। পঞ্চম বলে আউট হয়ে যান। আলিস পুনরায় ক্রিজে ফিরে নাটকের সমাপ্তি টানেন। 

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ২০ ওভারে ১৬৩/৬ (শিমরন হেটমায়ার ৬৩, মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, নাঈম শেখ ১৯, জেসন হোল্ডার ১২*; বিনুরা ফার্নান্দো ২/২৭, আলিস আল ইসলাম ১/১৪, খালেদ আহমেদ ১/২৯, আরাফাত সানি ১/১০)
চিটাগং কিংস : ২০ ওভারে ১৬৪/৮ (খাজা নাফি ৫৭, হুসাইন তালাত ৪০,  আরাফাত সানি ১৮*, আলিস আল ইসলাম ১৭*; হাসান মাহমুদ ৩/৩৪, মুশফিক হাসান ৩/৩২, নাসুম আহমেদ ২/২১)
ফল : চিটাগং কিংস ২ উইকেটে জয়ী। 
ম্যাচসেরা : আলিস আল ইসলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা