বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১২ পিএম
দল যখন একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে, তখন পঞ্চম উইকেটে ৫০ বলে ৭৩ রানের দায়িত্বশীল জুটিতে খুলনাকে লড়াকু সংগ্রহ এনে দেন শিমরন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন; ছবি: আ. ই. আলীম
ইনিংসের শুরুতেই খুলনা টাইগার্সের ব্যাটিংয়ে ধস। চিটাগং কিংসের বোলিং তোপে পঞ্চাশ রানের আগেই ৪ উইকেট হারিয়ে চোখে রীতিমত শর্ষেফুল দেখছিল তারা। তবে খুলনার ফাইনালের আশা বিফলে যেতে দেননি শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা হেটমায়ার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে যেন একাই লড়াই করলেন। চার-ছক্কার ফুলঝুরিতে বিপিএলে প্রথমবার ব্যাটিংয়ে নেমেই পেলেন ঝোড়ো ফিফটির দেখা। সঙ্গে মাহিদুল ইসলাম অংকনের দায়িত্বশীল ইনিংসে বিপর্যয় কাটিয়ে স্কোরবোর্ডে লড়াকু পুঁজিই পেয়েছে মেহেদি হাসান মিরাজ ব্রিগেড।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে খুলনা টাইগার্স। হেটমায়ার ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান। চিটাগংয়ের হয়ে বিনুরা ফার্নান্দো নেন ২ উইকেট। এছাড়া শরিফুল, আলিস ইসলাম ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।
চলমান বিপিএলে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল খুলনা টাইগার্স। আর প্রথম সেমিফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরেছে চিটাগং কিংস। তাই দ্বিতীয় সেমিফাইনালে মাঠে এই দুই দল। এদিন টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রংপুরের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে খুলনা। আর হায়দার আলীর ইনজুরিতে আরেক পাকিস্তানি হুসাইন তালাতকে একাদশে নেয় বন্দর নগরীর দলটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা টাইগার্স। ৪২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেই চাপ সামাল দিয়ে দলকে রক্ষা করেন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেট জুটিতে তাদের দুজনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৩ রান। দলীয় ১১৫ রানের মাথায় অঙ্কনকে থামান শরিফুল। শামীমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান। শেষ পর্যন্ত হেটমায়ারের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ১৬৩ রানের পুঁজি পায় খুলনা টাইগার্স ।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় খুলনা। ৬ বলে ২ রান মেহেদী হাসান মিরাজকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান বিনুরা ফার্নান্দো। স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই অ্যালেক্স রোজকে হারায় খুলনা। ৬ বল খেলে কোনও রান না করেই আলিসের বলে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। এরপর মোহাম্মদ নাঈমকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন আফিফ। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়।
নাঈমকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান খালেদ আহমেদ। আর তাতেই ভাঙে তাদের ২৩ রানের ছোট্ট জুটি। ফেরার আগে নাঈমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান। এরপর আফিফ হোসেনও তার ইনিংস বড় করতে পারেননি। আরাফাত সানির বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৮ রান। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তোলেন শিমরন হেটমায়ার। ৪টি ছক্কা ও ৬টি চার দিয়ে ৬৩ রানের ইনিংসটি সাজিয়েছেন হেটমায়ার।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ২০ ওভারে ১৬৩/৬ (শিমরন হেটমায়ার ৬৩, মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, নাঈম শেখ ১৯, জেসন হোল্ডার ১২*; বিনুরা ফার্নান্দো ২/২৭, আলিস আল ইসলাম ১/১৪, খালেদ আহমেদ ১/২৯, আরাফাত সানি ১/১০)