ধর্ষণ-হত্যার হুমকি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯ পিএম
নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ছবি : সংগৃহীত
আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে জানা নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। সেই দাবী করে বুধবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের এই সদস্য। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।
বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধ নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। সমস্যা সমাধানে বাফুফে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।
এরই মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সুমাইয়া। জাপান প্রবাসী সুমাইয়া ওই পোস্টে গেল কয়েকদিনে অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন দাবি করেন। সে সঙ্গে আক্ষেপ প্রকাশ করেন, কেন তিনি একজন ফুটবলার হতে গেলেন? কারণ, একজন ক্রীড়াবিদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল, সেভাবে পাচ্ছেন না।