প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম
সাবিনা খাতুনদের প্রধান কোচ পিটার জেমস বাটলার। সংগৃহীত ছবি
পার্থক্যটা আর আলাদা রাখতে পারলেন না সাবিনা খাতুনদের প্রধান কোচ পিটার জেমস বাটলার। বিদ্রোহ ঘোষণা করায় গত কদিন ধরে নারী ফুটবলাররা হয়েছেন নেতিবাচক মন্তব্যের শিকার, এমনকি এক নারী ফুটবলারকে ধর্ষণ এবং হত্যার হুমকিও দিয়েছে কে বা কারা। বিপরীতে অনেকটাই বাহবা কুড়িয়েছেন বিদ্রোহীদের কোচ বাটলার। কিন্তু সেই বাটলারও সুষ্ঠু সমাধানের পথে হাটলেন না, সাবিনাদের দেখানো পথে তিনিও ঘোষণা করলেন বিদ্রোহের। স্রেফ জানিয়ে দিয়েছেন- হয় ওই ফুটবলাররা (বিদ্রোহীরা) থাকবে, না হয় আমি।
বাটলার এমন দিনে বিদ্রোহ ঘোষণা করলেন যার একদিন পরই বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) দেওয়া তদন্ত কমিটির রিপোর্ট যাবে সভাপতি তাবিথ আওয়ালের কাছে। জানা গেছে তাবিথ আওয়ালের দেশে ফেরার কথা বুধবার রাতে। আর তদন্ত কমিটির তার কাছে রিপোর্ট পেশ করবেন আজ বৃহস্পতিবার। এরপরই তিনি সিদ্ধান্ত জানাবেন, অথবা তার আগে প্রয়োজন মনে করলে কোচ, খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন। এমন কিছুর জন্যই যখন অপেক্ষা, ঠিক তখনই সাংবাদিকদের সামনে ঝাঝালো মন্তব্য করে বসলেন সাবিনাদের এই কোচ।
গতকার বুধবার বাফুফে ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের বাটলার বলেছেন, ‘এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়। এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকব না। একদম পরিষ্কার। তবে সাংবাদিকদের সামনে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি তিনি। তবে তদন্ত কমিটির এক সদস্যের বরাতে জানা গেছে সংখ্যাটা ছয় কিংবা সাত।