প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৭ এএম
কোপা ডেল রের সেমিফাইনালে গেতাফেকে নিয়ে ছেলেখেলা করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫-০ গোলের বিশাল জয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। জোড়া গোলে ম্যাচের নায়ক জুলিয়ানো সিমিওনে।
আর্জেন্টাইন কোচ সিমিওনের নেতৃত্বে গেতাফের দুর্দশার শুরু করেন আরেক জুলিয়ানো সিমিওনে। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করেন তিনি। ৯ মিনিট পর আবারও গোল করেন সিমিওনে। এরপর স্যামুয়েল লিনোর ৪২ মিনিটের গোলে ৩-০ ব্যবধানে বিরতিতে যায় অ্যাটলেটিকো।
আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে নামবে রিয়াল মাদ্রিদ ও লেগানেস।
এদিন বিরতির পর আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল কোরেয়া ৭৮ মিনিটে গোলের ব্যবধান ৪-০ করেন। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গেটাফের কফিনে শেষ পেরেকটি ঠোকেন নরওয়েজিয়ান আলেক্সান্ডার সারলোথ। গেটাফের চারটি চেষ্টা থাকলেও জালের মুখ দেখতে পারেনি।
দাপট দেখানো জয়ের পর কোচ সিমিওনে বলেছেন, ‘প্রথমে পুরো দলকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা বড় ধরনের চেষ্টা করেছে। পুরো পাগলাটে একটা রাত। এমন একটি রাতের জন্য আমি দারুণ খুশি। তবে দলের আরও উন্নতির ব্যাপারে চিন্তা করছি। ধরে ধরে উন্নতি করার চেষ্টা করছি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাব।’