প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম
আবারও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ
গত বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। বিসিবির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেন তিনি। বিশ্বকাপে তার অধীনে বেশ সফলতা দেখান বাংলাদেশের স্পিনাররা। তবে খণ্ডকালীন চুক্তি শেষে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। খুশির খবর, আবারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন পাকিস্তানের এই কিংবদন্তি।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র
নিশ্চিত করেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মেহেদী হাসান মিরাজদের বোলিং পরামর্শক হিসেবে
কাজ করবেন মুশতাক। চ্যাম্পিয়নস ট্রফি পরে তার সঙ্গে দীর্ঘমেয়াদের চুক্তি নবায়ন নিয়ে
সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সময় মুশতাককে
পাওয়া যেত না বলেই বিসিবির সঙ্গে তার কাজ করা হয়নি। তবে এবারের চুক্তিতে আপাতত শুধু
চ্যাম্পিয়নস ট্রফিতে কাজ করবেন, এরপর তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করা হবে কি হবে
না, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে
চ্যাম্পিয়নস ট্রফি। পরদিনই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ। সবকিছু ঠিক থাকলে
১৩ ফেব্রুয়ারি দুবাইগামী বিমানে উঠবে বাংলাদেশ দল। দুবাইতেই দলের সঙ্গে যোগ দেওয়ার
কথা মুশতাকের। প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে বাংলাদেশে আছেন, মাঠে বসেই দেখেছেন বিপিএলের
কয়েকটি ম্যাচ।
৫৩ বছর বয়সি মুশতাক ইংল্যান্ডের
স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট
ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এ ছাড়া ২০১৪-১৬
সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।