× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজাকে নিয়ে বিশেষ পরিকল্পনা বাফুফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৬ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী।  ছবি-সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। ছবি-সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী মার্চের ২৫ তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য ভেন্যুও নির্ধারিত হয়েছে। ভারতের শিলংয়ে অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে গড়াবে দুই দলের ম্যাচটি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। এ ছাড়া এই ম্যাচের জন্য প্রথমবার দেশের জার্সি গায়ে জড়াবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। তার আশা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আছে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা।

জানা গেছে, হামজা নিজেও চান আগে ঢাকায় এসে এরপর সৌদিতে দলের সঙ্গে যোগ দিতে। এ নিয়ে মঙ্গলবার বাফুফের সহসভাপতি ফাহাদ মো. আহমেদ করিম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেখুন হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশে আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন যেহেতু নতুন ক্লাবে সে গেছে; তো সেই ক্লাবের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। তার আসার ব্যাপারে কথা বলছি, এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে আমরা যদি ন্যূনতম উইন্ডো (ফিফা) পাই তবে তার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করব। আর সেও চায় ঢাকায় আগে এসে এরপর সৌদিতে ক্যাম্পে যাবে। সবকিছু আসলে নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই তার ওপর।’

ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়ে ফাহাদ করিম বলেন, ‘ম্যাচের ভেন্যু অফিসিয়ালি ঠিক হয়েছে। ভারতের শিলংয়েই হচ্ছে ম্যাচটি। ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাকোমোডেশনে কথা বার্তা হচ্ছে, অনুশীলনের মাঠ নিয়ে কথা হচ্ছে। আমাদের সভাপতি (তাবিথ আওয়াল) জানিয়েছেন, তাদের সঙ্গে এভাবে কথা বলতে যেন ম্যাচের পাঁচ-ছয় দিন আগে দল সেখানে যেতে পারে। প্রস্তুতির জন্য সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যেন সময়টা পায়। আর সেটা নিয়েই ওদের সঙ্গে কথা হচ্ছে।’

ওই ম্যাচের জন্য বাফুফের পরিকল্পনার মধ্যে আছে বিমানে যাওয়ার বিষয়টি। সঠিক সময়ে টিকিট পাওয়া নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ বিমানের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। এ ছাড়া কলকাতা কিংবা সরাসরি গোয়াহাটিতে যেন যেতে পারে দল, সেজন্যও বাফুফে কাজ এগিয়ে রাখছে বলেন জানান মারেকটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, ‘আপনারা জানেন, সৌদি আরবের সঙ্গেও আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। অনুশীলন ক্যাম্পের জন্য কোচের চাওয়া মতো এটা আমরা বেছে নিয়েছি। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শেষের দিকে সৌদি যাওয়ার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা