× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলোয়াড়-কোচ দ্বন্দ্বে তদন্ত কমিটির মুখোমুখি বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম

খেলোয়াড়-কোচ দ্বন্দ্বে তদন্ত কমিটির মুখোমুখি বাটলার। ছবি : সংগৃহীত

খেলোয়াড়-কোচ দ্বন্দ্বে তদন্ত কমিটির মুখোমুখি বাটলার। ছবি : সংগৃহীত

কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলারের শুনানী শেষ হয় গতকাল সোমবার। আজ মঙ্গলবার প্রধান কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে বসে বাফুফের বিশেষ তদন্ত কমিটি। সন্ধ্যায় ব্রিটিশ কোচের সঙ্গে প্রায় ২০-২৫ মিনিটের বৈঠক করে ইমরুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের এই কমিটি। রাত রাড়ে ৮টায় বেরিয়ে যাওয়ার সময় কমিটির সিদ্ধান্ত নিয়ে অবশ্য তিনি কিছুই বলেননি উপস্থিত সাংবাদিকদের। তবে আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে দেবেন বলেন জানিয়েছেন বাফুফের সিনিয়র সভাপতি ও তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান।

এ নিয়ে তদন্ত কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘নির্ধারিত সময়েই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। আমরা আজ কোচের সঙ্গে কথা বলেছি। এখনও তদন্ত চলছে। এখনই কোনও বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’ জানা গেছে, কোচ বাটলার তদন্ত কমিটিকে জানিয়েছেন যে পেশাদারিত্বের বাইরে এমন কিছুই করেননি। প্রায় ২০-২৫ মিনিট ধরে চলা এই বৈঠকে তিনি তার বক্তব্য নিজের মতো করে তুলে ধরেছেন। কমিটির বিশেষ একজন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন যে কোচ কোনো খেলোয়াড়কে আলাদা করে নাম উল্লেখ করেননি। কোনো খেলোয়াড়কে তিনি যদি ওজন কমানোর কথা বলে থাকেন তবে সেটি পেশাদ্বারিত্বের মধ্যে থেকেই করেছেন বলে জানান তদন্ত কমিটির ওই সদস্য।

এছাড়া বাফুফের তদন্ত কমিটি সদস্য থেকে আরও জানা যায় যে, কোচ পিটার বাটলার নাকি ৬-৭ জন ফুটবলার নিয়ে নেতিবাচক পর্যবেক্ষন দিয়েছেন। তবে সেই সাতজন কারা এটা অবশ্য জানা তিনি বলেননি। তাছাড়া বাফুফে সভাপতি এখনও কমিটির দেওয়া রিপোর্ট দেখেননি। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার কাছ থেকেই। তদন্ত কমিটির পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত জানতে আপাতত অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

টানা তিন দিন তদন্ত কমিটি বাফুফে ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। আগামীকালও নারী দলের সহকারী কোচ এবং নারী উইংয়ের প্রধানের সঙ্গে কথা বলতে পারে তদন্ত কমিটি। এদিন বাফুফে ভবনে মিটিং না করে ফোনেও এই কার্যক্রম হতে পারে বলে জানিয়েছেন ইমরুল হাসান, ‘আগামীকাল প্রয়োজন বুঝে এখানে মিটিং হতে পারে, নাও হতে পারে। নারী উইং এবং সহকারী কোচের সঙ্গে প্রয়োজন বোধ করলে আমরা ফোনেও কথা বলে নিতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা