প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম
আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানকে সাধারণত একসঙ্গে খেলতে দেখা যায় না। তাইতো, বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুজাতিক টুর্নামেন্ট দর্শক-সমর্থকদের এত আগ্রহ। এবারও ব্যতিক্রম নয়। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট ছাড়ার এক ঘণ্টার মাথাতেই শেষ হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচসহ সব টিকেট ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ–ভারতসহ চার ম্যাচের সব টিকিটও। পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে বসতে চলেছে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। কিছু টিকিটের দাম ছাড়িয়েছে লাখ টাকাও।
গতকাল সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় একইসাথে অনলাইন ও বুথে শুরু হয় টিকেট বিক্রি। এক ঘণ্টারও কম সময়ে বুথ থেকে জানানো হয়, সবার চাহিদার শীর্ষে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচটি।
ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাধারণ টিকিটের সঙ্গে ২ হাজার দিরহাম মূল্যের প্লাটিনাম ও ৫ হাজার দিরহাম মূল্যের গ্র্যান্ড লাউঞ্জের টিকিটও সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।