× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯ পিএম

মাতসুশিমা সুমাইয়া। সংগৃহীত ছবি

মাতসুশিমা সুমাইয়া। সংগৃহীত ছবি

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া। গত কয়েকদিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ফুটবলাররা বুলিংয়ের শিকার হচ্ছেন। অনেককেই সহ্য করতে হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য। এর ব্যতিক্রমন হয়নি সুমাইয়ার ক্ষেত্রেও। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন জাপানিজ ফুটবলার নামে পরিচিত সুমাইয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ ‍বিকাল সাড়ে তিনটায় সুমাইয়া লিখেছেন, ‘আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য লড়াই করেছি, এই বিশ্বাসে যে আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই একজন ক্রীড়াবিদের মানসিক অবস্থার কথা সত্যিই চিন্তা করে না। গত কয়েকদিন ধরে, আমি অসংখ্য হত্যা এবং ধর্ষণের হুমকি পেয়েছি- এমন এমন কথা বলা হচ্ছে যা আমাকে এমন আঘাত দিয়েছে, আমি কখনও কল্পনাও করিনি।’


কোচ পিটার বাটলারের অধীনে গত বৃহস্পতিবার অনুশীলন বয়কট করেছেন ১৮ নারী ফুটবলার। তার মধ্যে একজন সুমাইয়া। তবে সুমাইয়াকে নিয়ে রটনা রটে যে চিঠিটা বাফুফে সভাপতির কাছে পাঠানো হয়েছে সেটি নাকি তার লেখা নয়। ফেসবুকে কতিপয় মানুষ এবং কিছু সংবাদমাধ্যম উল্লেখ করেছে যে এটি আগের কোচ পল স্মলি লিখে দিয়েছেন। সুমাইয়া চিঠিটি নিজে লিখেছেন দাবি করলেও সেটি বিশ্বাস না করে তাকে বাজেভাবে মন্তব্য করছেন অনেকে। আজকের দেওয়া স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করে সুমািইয়া লিখেছেন, ‘আমার এবং আমার সতীর্থদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তা সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম ক্ষমতা আমার আছে।’  


হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে ট্রমাতে আছেন বলে উল্লেখ করেন সুমাইয়া, ‘আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি জানি যে নিজের স্বপ্ন  পূরণের পেছণে ছোটা কারোরই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না।’


২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশ। ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা