× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ ছুঁয়েই বিদায় নিচ্ছেন লঙ্কান ওপেনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম

শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। ছবি : সংগৃহীত

ফর্মটা ভালো যাচ্ছিল না। ব্যাটে রান আসছিল না, শরীরও সায় দিচ্ছিল না। এর মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পরই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ওপেনার। 

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুণারত্নের। ম্যানচেস্টারে সেই ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেই গলে খেলেই দাঁড়ি টানতে চলেছেন শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক।

২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখন পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি।

গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে। 

আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে শ্রীলঙ্কা। এটি  হতে চলেছে করুণারত্নের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাট করে করুণারত্নে ৩৯.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৭ হাজার ১৭২ রান। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা