প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম
আগামীকাল ৩৯ পেরিয়ে চল্লিশে পেরোবে ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিন আগে পর্তুগিজ মহাতারকা ক্লাব ফুটবলের ৭০০তম জয়ের মাইলফলক ছুঁয়েছেন। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসালের বিপক্ষে আল নাসরকে ৪-০ গোলে জয় এনে দেন। এরআগে সিআরসেভেন বলেন, ‘আমিই সেরা।’
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপান। রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোলসংখ্যা ৯২৩টি।
বয়স ৩০ পার হওয়ার আগে রোনালদোর গোলসংখ্যা ছিল ৪৬৩টি। আর ৩০ বছরের পর থেকে এখন পর্যন্ত করেছেন ৪৬০ গোল।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি মনে করি, এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আমি। আমার ভালো হেড করার দক্ষতা আছে, ফ্রি-কিক নিই দারুণভাবে, দুই পায়েই সমানভাবে শট নিতে পারি। কেউ যদি বলে ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয়, সেটা হবে মিথ্যা। আমিই সেরা।’
সোমবার স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’য় এদু আগিরকে দেওয়া ভিন্ন আরেক সাক্ষাৎকারে রোনালদো সৌদি ফুটবলে নিজের প্রভাব নিয়ে কথা বলেছেন, ‘যখন আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন এত দ্রুত উন্নতি হবে বলে আমি ভাবিনি, কিন্তু আমি জানতাম যে এক বা দুই বছরের মধ্যে লিগটি এখনকার মতো শীর্ষস্থানে থাকবে। মানুষ জানে না, তারা শুধু মতামত দেয় এবং অতিরিক্ত কথা বলে।’