× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাফাতের বোলিং নিয়ে সন্দেহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩ পিএম

আরাফাতের বোলিং নিয়ে সন্দেহ

বিপিএলের মাঝপথে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয়। পরে একটি ডেলিভারি বাদ দিয়ে সেটি শুধরে নেন আলিস। চিটাগং কিংসের আরেক স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে আম্পায়াররা।

ফরচুন বরিশালের বিপক্ষে ১ ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচে খেলেছিলেন আরাফাত। সেদিন ৪ ওভারে ৪১ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট। ওই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পরে সেটি ম্যাচ রেফরিকে জানানো হয়। 

সে কারণে বিপিএলের ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। তবে এরমাঝে চাইলেই ম্যাচ খেলতে পারবে অভিযুক্ত ক্রিকেটার। আরাফাতের ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ। খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার। 

এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে শুক্রবার ফাইনালের পর শনিবার পরীক্ষা দেবেন আরাফাত। এরআগে, ২০১৫ সালে বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয় সানির। সেবারে তিনি পরীক্ষার মাধ্যমে উতরে যান।

বিপিএলের চলমান আসরে ৯ ইনিংসে বল করেছন আরাফাত। ২৪৯ রান খরচায় নিয়েছেন ১০ উইকেট। প্রতি ২৪.৯০ রানে পেয়েছেন ১টি করে উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর বেশি রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা