× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দফায় টাকা পেয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ এএম

প্রথম দফায় টাকা পেয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা

বিপিএল মাটি করতে যতটা দুর্নাম দরকার তার সবটাই করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে কয়েক দফা তারিখ দিয়েও টাকা দিতে ব্যর্থ হন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান। পরে বিসিবি ও ক্রীড়া ‍উপদেষ্টার হস্তক্ষেপে প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতিমতো সোমবার বিকালে স্থানীয় ক্রিকেটারদের হাতে নগদ ২৫ ভাগ টাকা পরিশোধ করেছেন তারা।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের এ পর্যায়ে এসে পারিশ্রমিকের ৭৫ ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা পেয়েছেন ৫০ ভাগ। স্থানীয়দের গতকাল ২৫ ভাগ পরিশোধ করলেও বিদেশিদের ক্ষেত্রে তাদের এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।

দেশ থেকে পালিয়ে যেতে পারেন—এমন গুঞ্জনে সোমবার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তিনি ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত টাকা পরিশোধের অঙ্গীকার করেন। যার প্রথম তারিখ ছিল গতকাল।

সোমবার বিকালে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেছে দলটি। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন। যারা ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছিলেন তারাই কেবল আরও ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটার নিশ্চিত করেছেন ব্যাপারটি।

এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবর কানে এলে, দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি আরও গুরুত্বসহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।’

নিজের দোষ স্বীকার করে রাজশাহীর কর্ণধার ২৫ শতাংশ হারে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা