× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহ-কেইনের মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম

সালাহ-কেইনের মাইলফলক

ইউরোপীয় ফুটবলে গত শনিবার রাত ছিল দুই গোলমেশিন মোহাম্মদ সালাহ ও হ্যারি কেইনের। লিভারপুলের হয়ে পাঁচ মৌসুমে ২০ বা তার চেয়েও বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ‍সালাহ। একই রাতে জার্মান লিগ বুন্দেসলিগায় রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইন। হোলস্টেন কিয়েলের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলতে নেমে নতুন উচ্চতায় উঠেছেন তিনি। বুন্দেসলিগা ইতিহাসে প্রথম ৫০ লিগ ম্যাচে সর্বোচ্চ গোলদাতা এখন কেইন।

এই মৌসুমে দারুণ ছন্দে থাকা সালাহ বোর্নমাউথের বিপক্ষে প্রথম গোলটি করেই স্পর্শ করেন নতুন মাইলফলক। এটি ছিল ইউরোপে সব দল মিলিয়ে সালাহর ৩০০তম গোল। এখানেই শেষ নয়। দ্বিতীয় গোলটি করে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ২১-এ উন্নীত করেন এই মিসরীয় গোলমেশিন। এ নিয়ে লিভারপুলের হয়ে পাঁচ মৌসুমে লিগে ২০ বা তার বেশি গোল করলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩) মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তিনি। এই রেকর্ডটির মালিকানা অ্যালান শিয়ারার।

এদিকে শনিবার বুন্দেসলিগায় ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হোলস্টেইন কিয়েলকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্নের ইংলিশ তারকা কেইন। বুন্দেসলিগার ইতিহাসে ৫০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটি এখন কেইনের। ২০২৩ সালে বায়ার্ন তাঁবুতে আসার পর ক্লাবটির হয়ে ৫০ ম্যাচে ৫৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচে দুই অর্ধেই হেডের সাহায্যে গোল করেন কেইন। এর আগে ৫০ ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল আর্লিং হালান্ডের। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় প্রথম ৫০ ম্যাচে ৫০ গোল করেছিলেন হালান্ড।

তার ম্যাচজয়ী জোড়া গোলে মৌসুমে তার গোলসংখ্যা এখন ১৯। রুদ্ধশ্বাস ম্যাচে ১৯ মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন। এ সময় লক্ষ্যভেদ করেন জামাল মুসিয়ালা। ইনজুরি টাইমে স্কোরশিটে নাম লেখান কেইন। বিরতি থেকে মাঠে নেমেই নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। পর ৪৬ মিনিটে জোড়া গোলেরও দেখা পান তিনি। ৫৪ মিনিটে চতুর্থ গোল করেন সার্জিও জনাব্রি। ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু এরপরই ছন্দ হারায় জার্মান জায়ান্টরা। তিন তিনটি গোল পরিশোধ করে হোলস্টেইন কিয়েলকে। ২৮ মিনিটের ব্যবধানে গোল হজম করেছে ৩টি। জমে ওঠে ম্যাচ। তবে শেষপর্যন্ত জয় ধরে রেখেই মাঠ ছাড়ে বায়ার্ন। এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল বায়ার্ন। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে বায়ার্ন।

নতুন মাইলফলক স্পর্শ করার পর থেকেই ‍প্রশংসায় ভাসছেন কেইন। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘কেইন অসাধারণ। গোল করাটা তার মানসিকতারও অংশ। বিশেষ করে যেভাবে শান্ত থাকে এবং গোল না পেলে কতটা কঠোর পরিশ্রমের চেষ্টা করে... যা আসলেই দুর্দান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা