× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে পারিশ্রমিক না মেটালে কঠোর ব্যবস্থা: আসিফ মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ পিএম

বিপিএলে পারিশ্রমিক না মেটালে কঠোর ব্যবস্থা: আসিফ মাহমুদ

বেশ কিছু কারণে বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মূল কেন্দ্রে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মারকাটারি এই টুর্নামেন্টের একাদশ আসর শুরুর আগেই ম্যাচের টিকিট নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ, এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক আর সর্বশেষ যোগ হয়েছে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন। সবমিলিয়ে এসব সামলাতে হিমশিম খাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে তিনি কথা বলেছেন বিপিএলে ফিক্সিং ইস্যুতে। প্রতিশ্রুতি দিয়েছেন ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতারও। আসিফ মাহমুদ বলেন, ‘এবারের বিপিএলে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। সেটা আপনারা দেখেছেন। এর বাইরে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই ব্যাপারে আমরা এনএসসির পক্ষ থেকে একটা সত্যানুন্ধান কমিটি করেছি। ফিক্সিংয়ের যে অভিযোগ এসেছে সেটি অনুসন্ধানে বিসিবিও একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিটি গঠন করবে। তাদের যেভাবে সাহায্য-সহযোগিতা করা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সেটা করব। 

চলমান বিপিএলে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেও এখনও চুক্তি অনুযায়ী পেমেন্ট দিতে পারেননি দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস ফ্র‍্যাঞ্চাইজি। এ ছাড়াও পারভেজ হোসেন ইমনের পেমেন্ট নিয়েও রসিকতা করেছিলেন চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরী। এই দুই দলের মালিককে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘যে অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটেছে আমরা সেটা লিস্ট করছি। দুইটা টিমের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে সমস্যা ছিল, তা নিয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আজকে (শনিবার) রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’ 

নানা বিতর্কের মাঝেও এবারের বিপিএলে বেশকিছু ইতিবাচক দিকও ছিল। সেটি অকপটে স্বীকার করেছেন আসিফ মাহমুদ, ‘এবারের কিছু অনাকাঙ্খিত ঘটনা সত্ত্বেও কিছু ভালো বিষয় হয়েছে। টিকিটে রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসেছে। গতবারের দর্শক হিসেবে যদি বলি একটা টি-২০ টুর্নামেন্টে গড়ে রান হয়েছে ১১০-১২০। এবার অনেকগুলো ম্যাচেই ২০০ রান হয়েছে। দর্শকরাও আনন্দ পাচ্ছে। তো খারাপ-ভালো মিলিয়েই এবারের বিপিএলটা আমাদের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। আগামীতে এর থেকে আরও ভালো করতে পারব এই প্রত্যাশা থাকবে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সময় কম থাকায় কি বিপিএলে এমন অব্যবস্থাপনা? এমন প্রশ্নে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা সবকিছুর ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি। তবে সময় কম থাকা ছাড়াও আরো অনেক চ্যালেঞ্জ ছিল বিসিবিতে। বোর্ডে বড় পরিবর্তন এসেছে। নতুন এসে এত কম সময়ে বিপিএল আয়োজন করা কষ্টসাধ্য ব্যাপার। এর বাইরেও অনেক বিষয় ঠিকমতো সামঞ্জস্যপূর্ণ হয়নি। আমরা সে বিষয়গুলোও খতিয়ে দেখব কোথায় কোথায় ঘাটটি ছিল। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও চিনহিত করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা