× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগাং, এলিমিনেটরে রংপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৪ এএম

বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগাং, এলিমিনেটরে রংপুর

বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনও ছিল সমীকরণের নানা যোগ-বিয়োগ। জিতলে সুপার ফোর, হারলে বিদায় নিতে হত খুলনা টাইগার্সের। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারের সমীকরণ মিলিয়েছে মেহেদি হাসান মিরাজরা। চট্টগ্রাম কিংসের সামনে ছিল রংপুর রাইডার্সকে হটিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করার চ্যালেঞ্জ। টুর্নামেন্টের সেরা দল ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে ওই সমীকরণও মিলিয়ে ফেলেছে মোহাম্মদ মিঠুনের দল। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে চট্টগ্রাম কিংস। জবাব দিতে নেমে নির্ধারিত সময়ে ৭ উইকেটে ১৮২ রানের বেশি করতে পারেনি ফরচুন বরিশাল। আগামীকাল সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই বরিশালেরই মুখোমুখি হবে চট্টগ্রাম। আর টানা ৮ জয় পাওয়া রংপুর রাইডার্সকে এলিমিনেটর খেলতে হবে খুলনার বিপক্ষে।

চট্টগ্রামের ইনিংসে ৪১ বলে সর্বোচ্চ ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার পারভেজ ইমন। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার হায়দার আলি ২৩ বলে ৪২ রান করেন। শামীম পাটওয়ারীর ব্যাট থেকে আসে ১২ বলে ৩০ রান। তাতেই দলের রান দুইশ ছাড়িয়ে যায়। লক্ষ্য তাড়ায়  ডেভিড মালানের ৩৫ বলে ৬৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৪১ রানও দলকে জয় এনে দিতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা