প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম
বৃষ্টিই যা দেরি করেছে। গল টেস্টে তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল সেদিনই হয়তো জিতে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের অপেক্ষা করতে হলো এক দিন। চতুর্থ দিনে বৃষ্টি বাগড়া ছিল না, সফরকারীরাও ভুল করেনি। চার দিনে ইনিংস এবং ২৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা। দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
শ্রীলঙ্কার গলে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। টিকে থাকা দিনেশ চান্দিমাল বেশিক্ষণ থাকতে পারেননি। ১৩৯ বলে ৭২ রান করে দলের ১৫৬ রানের মাথায় আউট হন চান্দিমাল। তার আগের ওভারেই আউট হন কুশল মেন্ডিস। এরপর হুড়মুড়িয়ে ভেঙেছে লঙ্কানদের ইনিংস। একের পর এক উইকেটের পতনে মাত্র ১৬৫ রানের মাথাতে থেমেছে লঙ্কানদের প্রথম ইনিংসে। পড়তে হয়েছে ফলো-অনে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট শিকার করেছেন ম্যাথু কুহনেম্যান। ৩ উইকেট নেন নাথান লায়ন। ২ উইকেট তুলেছেন মিচেল স্টার্ক। ৬৫৪ রানের লক্ষ্যে ফলো-অনে পড়েও স্বাগতিকদের সেই দশা। তবে এবার কোনোমতে দুইশ পেরোতে পারে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দুই ওপেনার ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুণারত্নে ফিরেছেন ৬ রানের মাথায়। এরপর প্রতিরোধ গড়েছেন চান্দিমাল এবং ম্যাথিউস। দুজনের জুটি থেকে এসেছে ৬৯ রান। ৪৯ বলে ৩১ রান করে বিদায় নেন চান্দিমাল। ম্যাথিউস খেলেছেন ৫৯ বলে ৪১ রানের ইনিংস। মাঝে কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভারা খেলেছেন ৩০ ছাড়ানো ইনিংস।
তবে দলের প্রয়োজনে কার্যকরী হতে পারেননি কেউ। শেষ দিকে ফিফটি তুলেছেন জেফরে ভ্যান্ডারসে। তাতে হারের ব্যবধানটা কমেছে। অজিদের হয়ে ৪টি করে উইকেট নেন নাথান লায়ন এবং ম্যাথু কুহনেম্যান। ম্যাচের সেরা হয়েছেন ২৩২ রানের ইনিংস খেলা উসমান খাজা।