বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫ পিএম
মিরাজের ব্যাটে চড়ে প্লে-অফে খুলনা টাইগার্স; ছবি: আ. ই. আলীম
জিতলে মিলবে প্লে অফের টিকিট, আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায়— এমন সমীকরণ মাথায় নিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। ডু অর ডাই এই ম্যাচে চাপ সামলে ব্যাটে-বলে বাজিমাত করেছে টাইগার্স ব্রিগেড। বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। আর ছোট লক্ষ্য তাড়ায় অপরাজিত ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝোড়ো ফিফটির পরেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে খেলতে নেমে মিরাজের দুর্দান্ত ইনিংসে ১৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
লিগ পর্বের ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান ১২ পয়ন্ট দুর্বার রাজশাহীরও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেল খুলনা। এলিমিনেটরে টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুরা রাইডার্স অথবা চিটাগাং কিংস। আজ দিনের দ্বিতীয় ম্যাচে যদি ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং জিতে যায়, তাহলে এলিমিনেটর ম্যাচের মিরাজদের প্রতিপক্ষ হবে রংপুর। আর বরিশাল যদি জয়লাভ করে, তাহলে খেলবে চিটাগংয়ের বিপক্ষে।
১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই নাঈম শেখের উইকেট হারায় খুলনা। ইনফর্ম এই ব্যাটার এদিন ২ বল খেলে ডাক খেয়েছেন। সুবিধা করতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও। তিনে নেমে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। দুজনকেই সাজঘরে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১৪ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছে খুলনা তখন দলের হাল ধরেন মিরাজ। অ্যালেক্স রোসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলেন তিনি। তাতে জয়ের ভিত পায় খুলনা।
দশম ওভারে রহমত আলীর বলে রস ১৯ বলে ৩ বাউন্ডারিতে ২২ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন অধিনায়ক মিরাজ। ২০ বলে ১৮ রান করা উইলিয়াম বসিস্তোকে নিজের তৃতীয় শিকার বানান ফিজ। তবে ৫৫ বলে অপরাজিত ৭৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এই ইনিংস খেলার পথে ৩৩ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটির মাইলফলক।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে তানজিদ হাসান তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ইনিংসের প্রথম ওভারেই ১৮ রান তোলেন এই ওপেনার। তবে আরেক প্রান্তে লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ রান করে লিটন ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোঢনী জুটি। এরপর হাবিবুর রহমান সোহান ৩ ও ফরমানুল্লাহ ৭ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। তাদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে ঝড় তোলেন তামিম। ৭ ছক্কায় ২৮ বলে স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানে থেমেছেন এই ওপেনার।
তামিম ফেরার পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। থিসারা পেরেরা, রিয়াজ হাসান কিংবা রহমত আলিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষদিকে সাব্বির রহমান একাই চেষ্টা করেছেন। তার ১৭ বলে ২০ রানের সঙ্গে পেসার মেহেদি হাসান রানার ব্যাট থেকে আসে ১১ বলে ১৩ রান। তাতে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ পেয়েছিল রাজধানীর দল। কিন্তু নির্বিষ বোলিংয়ে শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১২৩/৯ (তানজিদ হাসান তামিম ৫৮, সাব্বির রহমান ২০, মেহেদি হাসান রানা ১৩; হাসান মাহমুদ ২/৫, উইলিয়াম বসিস্তো ২/১০)
খুলনা টাইগার্স: ১৬.৫ ওভারে ১২৮/৪ (মেহেদি হাসান মিরাজ ৭৪*, অ্যাক্সেস রোস ২২, উইলিয়াম বসিস্তো ১৮; মুস্তাফিজুর রহমান ৩/১৬, রহমত আলী ১/২৪)
ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান মিরাজ