প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ পিএম
অবশেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেল নারী ফুটবল দল। তবে খেলোয়াড়দের বিদ্রোহের মাঝে শনিবার অনুশীলন করেছেন মাত্র ১২ জন ফুটবলার। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন।
এর আগে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পে না ফেরার কথা জানিয়ে দেন আনাই মগিনি। বাকি ৩০ জনের মধ্যে বাটলারের প্রথম অনুশীলনে থাকা ১২ জন হলেন শাহেদা আক্তার রিপা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
বৃহস্পতিবার জাতীয় দলের সিনিয়র ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা খাতুন, কৃষ্ণারানী, মারিয়া মান্ডা, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি আফিদা-নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এ বয়কটে।
বৃহস্পতিবার ১৮ জন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনো অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে ফুটবল থেকেই সরে যাবেন এসব ফুটবলার। সে অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।
মূলত সাফের আগে থেকেই কোচ বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। কিন্তু বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা সমাধানে বৃহস্পতিবার রাতেই একটি বিশেষ কমিটি করেছে বাফুফে। আজ বিকালে সেই কমিটির সভা হওয়ারও কথা রয়েছে।