× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপা লিগ

শেষ ষোলোয় লাৎসিওর সঙ্গী ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

শেষ ষোলোয় লাৎসিওর সঙ্গী ম্যানইউ

আরেকটি ফুটবলময় রাত শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। ইউরোপা লিগের ১৮ ম্যাচের খ্যাপাটে এক রাতের সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। এ রাতে অপ্রতিরোধ্য লাৎসিও হোঁচট খেয়েছে ক্লাব ব্রাগার কাছে। তারপরও শীর্ষস্থান অটুট রেখেছে ইতালিয়ান ক্লাবটি। লাৎসিওর সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো দল।

লিগ পর্বের শেষ ম্যাচে স্টুয়া বুখারেস্টকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথমে গোল করেন দিয়াগো ডালত এবং ৮ মিনিট পর ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেছেন ইংল্যান্ডের কোবি মাইনু। এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড।

টেবিলে শীর্ষে থাকা লাৎসিওর পয়েন্ট ৮ ম্যাচে ১৯। সমপয়েন্ট অ্যাথলেটিক বিলবাওয়ের। গোল ব্যবধানে পিছিয়ে থাকা দুইয়ে স্থান তাদের। গতকাল তারা ভিক্টোরিয়া প্লজেনকে ৩-১ গোলে হারিয়েছে। সরাসরি শেষ ষোলোর টিকিট পেতে ইংলিশ ক্লাব টটেনহাম এলফসবোর্গকে হরিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম শেষ করেছে চার নম্বরে থেকে।

ইউরোপের পরিচিত ক্লাবগুলোর কয়েকটি অবশ্য সরাসরি শেষ ষোলোর টিকিট আদায় করতে পারেনি। যে তালিকায় এএস রোমা, আয়াক্স, রিয়েল সোসিয়েদাদ ও পোর্তোর মতো ক্লাবও আছে। এখন প্লে-অফ জিতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হবে এই ক্লাবগুলোকে।

 তবে প্লে-অফ খেলার সুযোগও পাচ্ছে না বেসিকতাস, নিস ও ডায়নামো কিয়েভের মতো ক্লাব। যারা সেরা ২৪ এ থাকতে না পারায় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্লে-অফের ড্র।

 শেষ ষোলোয় যারা :

লাৎসিও, অ্যাথলেটিক বিলবাও, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, লিওঁ, অলিম্পিয়াকোস ও রেঞ্জার্স।

প্লে-অফে যারা :

বোডো/গ্লিমিট, আন্ডারলেখট, স্টুয়া বুখারেস্ট, আয়াক্স, রিয়েল সোসিয়েদাদ, গ্যালাতাসারে, রোমা, ফেরেঙ্কভারোস, ভিক্টোরিয়া প্লজেন, পোর্তো, মিডজিল্যান্ড, ইউনিয়ন সাঁত-গিলিওস, এজেড আলকমার, পিএওকে, টুয়েন্টে ও ফেনেরবাচে।

বাদ পড়ল যারা:

ব্রাগা, এলফবোর্গ, হফেনহেইম, বেসিকতাস, ম্যাকাবি তেল আবিব, স্লাভিয়া প্রাগ, মালমো, রিগাস এফসি, লুডোগোরেটস, ডায়নামো কিয়েভ, নিস ও কারাবাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা