× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, যা জানালেন স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৫ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬ পিএম

মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, যা জানালেন স্কালোনি

ফুটবল মাঠে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। বয়সটা ৩৭ পেরিয়ে যাওয়ায় এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু মেসির পারফরম্যান্সে যেন বয়সের কোনো ছাপ নেই। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও বল পায়ে জাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। তাইতো সর্বকালের সেরা এই ফুটবলারকে ২০২৬ বিশ্বকাপেও খেলতে দেখতে চান তার ভক্তরা। 

আগামী বিশ্বকাপ খেলা নিয়ে একাধিকবার কথা বলেছেন মেসি নিজেও। তবে নিশ্চিত করে কিছু বলেননি আর্জেন্টিনা অধিনায়ক। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লা আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচ অবশ্য সব সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। 

স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, সে (মেসি) এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’

তবে বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না মেসিকে। এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’ 

এর আগে ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

স্কালোনি আরও বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা