× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়-পেরেরাসহ তালিকায় ১০ ক্রিকেটার

বিপিএলের আট ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:১০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম

বিপিএলের আট ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ!

বিপিএলের এগারোতম আসরে চেক জালিয়াতি, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নয়-ছয় আর প্রতারণা নিয়ে শোরগোল পড়ে গেছে। এরই মধ্যে জানা গেলো, দেশের জমজমাট পূর্ণ এই টুর্নামেন্টের আকাশে কালো মেঘ হয়ে ঘনিয়ে আসছে ফিক্সিং-কাণ্ড। অস্বাভাবিক নো বল ওয়াইড আর হাস্যকর ক্যাচ মিসের অসংখ্য ঘটনায় এবারের বিপিএলে ম্যাচ পাতানোর গন্ধ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। সংখ্যাটা এতোটাই বেশি যে নড়েচড়ে বসেছে বিসিবির নিজস্ব এন্টি করাপশন ইউনিটও (আকসু)। 

এবারের আসরের অন্তত আটটি ম্যাচকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সন্দেহের তালিকায় রেখেছে আকসু। যেখানে সন্দেহের তালিকায় এখন পর্যন্ত উঠে এসেছে ১০ জন ক্রিকেটারের নাম। যেখানে আছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলামের, মোহর শেখ, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, থিসারা পেরেরা, শুভাম রাঞ্জানের মতো ক্রিকেটাররা। যদিও এখন পর্যন্ত অপরাধ প্রমাণিত বলার উপায় নেই। অতশী কাঁচের নিচে বিপিএলকে রেখে তদন্তে নেমেছে আকসু। 

চলতি আসরে ফিক্সিং কান্ডে সর্বোচ্চ ১২টি ঘটনায় আকু'র সন্দেহে তালিকার আছে দুর্বার রাজশাহী। সমান সংখ্যক ঘটনায় তালিকার পরের নাম ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সের দিকে সন্দেহ ৬টি ঘটনায়, আর তালিকার আরেক নাম চিটাগং কিংস। যাদের নামের পাশে আছে ২টি সন্দেহজনক ম্যাচ পাতানোর অভিযোগ। সন্দেহের তালিকায় সর্বোচ্চ ৩টি ঘটনায় ফিক্সিং সন্দেহে আছেন বিজয়, পেরেরা, শফিউল আর মোহর শেখ। দু’টি ঘটনায় সন্দেহ আল-আমিন, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, শুভাম রাঞ্জানের দিকে। একটি করে ঘটনায় সন্দেহের তালিকায় আছে নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুনের নাম।

যে আট ম্যাচ নিয়ে সন্দেহ রয়েছে, সেগুলো হলো ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), দুর্বরা রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস (১২ জানুয়ারি), চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স (১৩ জানুয়ারি), ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স (২২ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স (২২ জানুয়ারি), দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স (২৩ জানুয়ারি)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা