প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৪৩ পিএম
আইসিসির টুর্নামেন্টগুলোয় নিয়মিত আয়োজন হয়ে আসা ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ এবার থাকছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েও সফল হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসি। একই কারণে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও।
পিসিবির পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ আয়োজন করতে চাওয়া হয়েছিল। তবে বেশ কয়েকটি দলের অধিনায়কদের সময়মতো না পাওয়ায় সেই পরিকল্পনা বাতিল হয়েছে। বিশেষ করে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়করা নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তানে উপস্থিত হতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন না, এমন খবর আগেই জানিয়েছিল টাইমস অব ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করে ফেলেছে, যা পিসিবির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে, অথচ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচই অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি।
ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে রয়েছে এবং তাদের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এরপর দলকে সাত দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। অন্যদিকে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারা পাকিস্তানে পৌঁছানোর পর কোনো প্রস্তুতি ম্যাচও খেলবে না, সরাসরি মূল প্রতিযোগিতায় অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার বিষয়েও একই সমস্যা দেখা দিয়েছে। জিও সুপার-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পিসিবি ও আইসিসি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইলেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেরিতে আসার কারণে সেটি সম্ভব হচ্ছে না। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেয়নি পিসিবি।
তবে উৎসবের আমেজ পুরোপুরি হারাতে চায় না পাকিস্তান। জিও সুপার জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচের আগে বিশেষ এক আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।