প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০১:৫৯ এএম
ঢাকা সেনানিবাসে অবস্থিত ঐতিহ্যবাহী শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দু'দিন ব্যাপী আয়োজিত আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির মর্যাদায় ভূষিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথির অবস্থান অলঙ্কৃত করে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বেগম ইসরাত জাহান।
এর আগে গত বুধবার উদ্বোধনী দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম মনিরুজ্জামান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি। ঐ দিনে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেগম আরিফা সুলতানা।
হাউজ ভিত্তিক অর্জন:
বেগম রোকেয়া হাউজ - ১৮০ পয়েন্ট।
রাবেয়া বসরী হাউজ - ১৬৭ পয়েন্ট।
শামসুন নাহার হাউজ - ১৫০. পয়েন্ট।
নওয়াব ফয়জুন্নেসা হাউজ - ১৩৯ পয়েন্ট|
সর্বোচ্চ ১৮০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হাউজ, বেগম রোকেয়া।
এবং ১৬৭ পয়েন্ট পেয়ে রানার আপ হাউজ। রাবেয়া বসরী।
ব্যক্তিগত পর্যায়ে অর্জন:
চ্যাম্পিয়ন মানছুরা জাহান, ৪৩০৩, একাদশ, পজিট্রন (০৬ পয়েন্ট) (কলেজ/স্কুল শাখা)। শেষ বিকেলের আলোয় উৎসবমুখর বার্ষিক ক্রীড়া আসরের সমাপ্তি ঘোষিত হয়।