প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:২৯ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:৩১ পিএম
জয়পুরহাটে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাঁধা এবং হামলার ঘটনা গেল ২৪ ঘন্টার টক অব দ্য টাউন। অবশেষে ন্যাক্কারজনক ওই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে।
ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ রয়েছে, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য, এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী।'
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।'
বাফুফে নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিল্টন এ নিয়ে আজ বুধবার বিকেলে গণমাধ্যমকে বলেন, 'ঠাকুরগাওয়ের ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা মনে করি স্থানীয় প্রশাসন বিষয়টি দেখছে। বাফুফেও যোগাযোগ রাখছে।’