× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

শীর্ষস্থান আরও পোক্ত বরিশালের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:১৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম

দলকে দারুণ জয় উপহার দেন তামিম ইকবাল ও ডেভিড মালান। ছবি-আ. ই. আলীম

দলকে দারুণ জয় উপহার দেন তামিম ইকবাল ও ডেভিড মালান। ছবি-আ. ই. আলীম

ঢাকা ক্যাপিটালসের পুঁজি ছিল মাত্র ৭৩ রান। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল-ডেভিড মালানদের নিয়ে গড়া দলটির ব্যাটিং লাইনআপ বিপিএলের অন্যতম সেরা। এমতাবস্থায় হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় খেলা দেখতে আসা ১৯ হাজার ১৪২ জন দর্শকের  বোঝা হয়ে যায়, পানি কোন দিকে গড়াবে। শেষ পর্যন্ত হলোও তাই। চলতি বিপিএলে নামের পাশে অষ্টম হার চিহ্ন লিখল রাজধানীর দল। ঢাকাকে ৭৩ রানে অলআউটের পর তাদের বোলারদের কচুকাটা করে মাত্র ৩৯ বলে ম্যাচ জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তামিম ব্রিগেড। ১১ ম্যাচে ৯ জয়ে দলটির পয়েন্ট ১৮।


মঙ্গলবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। দুই অঙ্কের সংগ্রহ হয়েছে কেবল তিনজনের। টপঅর্ডার মূলত ধসে গেছে। রক্ষাবাঁধ হতে পারেননি তানজিদ হাসান-লিটন দাসরা। হতশ্রী অবস্থা মিডলেও। একটুখানি চেষ্টা করেছেন পেরেরা। তাও দলের জন্য যথেষ্ট ছিল না।

ঢাকার ধসের অন্যতম কারণ ছিলেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তারা।

হিসাব বলছে, বিপিএলে এটিই (৮১) সবচেয়ে বেশি বল বাকি থাকতেই জয়। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের ১০২ রানের লক্ষ্য ৭৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছিল ঢাকা ডায়নামাইটস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা