প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চেই বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে সামনে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে হামজাকে পাওয়ার জন্য তার ক্লাব লেস্টার সিটিতে চিটিও পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজার বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাংলাদেশি সমর্থকদের মধ্যে। অবশেষে হামজাকে নিয়ে কথা বলেছেন সাফের সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।
আজ বুধবার অনেক দিন পর মতিঝিলস্থ বাফুফে ভবনে আসেন সালাহউদ্দিন। বের হয়ে যাওয়ার সময় কথা বলেন আগত সাংবাদিকদের সঙ্গে। সেখানেই অনেক কথার ভিড়ে তার কাছে জানতে চাওয়া হয় হামজার বিষয়ে, ‘এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর এবং আমার মনে হয় এটা ইফেক্টিভ হবে। আশা করি ও (হামজা) আসলে আরও যদি কোনো বাংলাদেশি প্রবাসী ফুটবলার থাকে তারাও আসতে অনুপ্রেরণা পাবে, যে হামজা যখন গেছে, আমরাও যাই। এটা খুবই পজিটিভ সাইন।’
দু’দিন আগে অবশ্য ৬ মাসের জন্য ধারে শেফিল্ড ইউনাইটেডে হামজাকে পাঠিয়েছে লেস্টার। দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরও হয়ে গেছে।