× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার তাসকিনদের হোটেল ছাড়তে বলেছে রাজশাহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম

এবার তাসকিনদের হোটেল ছাড়তে বলেছে রাজশাহী

অনুশীলন বয়কট, বোনাস, পাওনা না মেটানো থেকে চেক বাউন্স— খেলোয়াড়দের প্রায় সব রকম বিব্রতকর পরিস্থিতে ফেলেছে দুর্বার রাজশাহী। বিপিএলের ফ্র‌্যাঞ্চাইজিটি এবার আরও বড় দুর্ণাম করতে যাচ্ছে। টুর্নামেন্টের মাঝপথেই হোটেল ছাড়তে বলা হয়েছে ঢাকায় থাকা খেলোয়াড়দের।

সিলেট পর্ব থেকে রাজশাহীর পারিশ্রমিক জটিলতা শুরু। টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এরপর বিসিবি সভাপতির মধ্যস্থতায় ২৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার পর মাঠে নেমেছিলেন। তবে এরই মধ্যে হোটেল ভাড়া নিয়ে জটিলতায় পড়ে রাজশাহী। পাওনার যে চেক ইস্যু করা হয়েছিল সেটিতেও মেলেনি টাকা। পরে বিদেশিরা বয়কট করে ম্যাচ।

এরপর রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সবাই দাবি তোলেন, টাকা না পেলে মাঠে নামবেন না। মালিকপক্ষ তাদের হাতে চেক তুলে দেয়, তা নিয়ে সেলফিও পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। তবে পরদিন খবর আসে— রাজশাহীর দেওয়া সে চেক ব্যাংকে নেয়নি।

এমন পরিস্থিতির মধ্যেই ঢাকায় থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলেছে রাজশাহীর ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদেরকে আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক-ইন হবে পহেলা ফেব্রুয়ারি।’

পয়েন্ট টেবিলে বর্তমানে রাজশাহী তৃতীয় স্থানে থাকলেও তাদের প্লে-অফে খেলা নিশ্চিত নয়। তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে হোটেল ছাড়ার নির্দেশ ক্রিকেটারদের আরও অনিশ্চয়তায় ফেলেছে। পাওনা জটিলতার মাঝে বাড়িয়েছে আরও বিরক্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা